মাউন্ট অন্নপূর্ণা থেকে খাদে পড়ে নিখোঁজ ভারতীয় পর্বতারোহী

সূত্রের খবর অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্পে নামছিলেন অনুরাগ। সেই সময়ই নাকি ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান।

Must read

অন্নপূর্ণা (Annapurna) পর্বতে নিখোঁজ হলেন ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু। গতকাল, সোমবার এই ৩৪ বছরের পর্বতারোহী অন্নপূর্ণার তৃতীয় ক্যাম্পের নীচের এলাকা থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। দুপুরের পর থেকেই তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর অন্নপূর্ণার চতুর্থ ক্যাম্পে নামছিলেন অনুরাগ। সেই সময়ই নাকি ১৯ হাজার ফুট নীচের একটি খাদে পড়ে যান। তার খোঁজে আকাশপথে হেলিকপ্টারে করে তল্লাশি চালানো হচ্ছে ।

আরও পড়ুন-যোগ্যতা থাকলেও বাংলা পেল না পঞ্চায়েত পুরস্কার

অনুরাগ মালু রাজস্থানের কিষানগড়ের বাসিন্দা। তার লক্ষ্য ছিল আট হাজার মিটার থেকে উঁচু সব শৃঙ্গ জয় করা। এছাড়া বিশ্বের সাত মহাদেশের ৯টি উচ্চতম শৃঙ্গ জয় করে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার ইচ্ছে ছিল তার। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপার এই বিষয়ে জানিয়েছেন, অনুরাগ ১৯ হাজার ফুট উঁচু থেকে খাঁদে পড়ে যাওয়ার পরেই তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। যদিও তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি। আজও সারাদিন অনুরাগের খোঁজে তল্লাশি চলবে বলেও জানান তিনি।

Latest article