আইপিএলে যুক্ত হতে চান মিতালি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরেই অবসর নিয়েছেন। তবে আগামী বছরে শুরু হতে চলা মহিলা আইপিএলের সঙ্গে জড়িত থাকতে চান মিতালি রাজ।

Must read

বেঙ্গালুরু : আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরেই অবসর নিয়েছেন। তবে আগামী বছরে শুরু হতে চলা মহিলা আইপিএলের সঙ্গে জড়িত থাকতে চান মিতালি রাজ। প্লেয়ার বা মেন্টর যে কোনও ভূমিকায়। এমনকী, প্রয়োজনে আইপিএলের টিমের মালিক হতেও আপত্তি নেই মিতালির।

আরও পড়ুন-বিশ্বকাপে এবার মহিলা রেফারি

প্রাক্তন ক্রিকেট তারকার বক্তব্য, ‘‘মেয়েদের আইপিএল চালু করার যে সিদ্ধান্ত বিসিসিআই নিয়েছে, তা যুগান্তকারী। আমি নিজেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে আগ্রহী। যে কোনও ভূমিকাতে। সে প্লেয়ার হোক বা মেন্টর। প্রয়োজনে কোনও ফ্র্যাঞ্চাইজির মালিকানার অংশ হতেও আপত্তি নেই।’’ মিতালি এর সঙ্গে আরও যোগ করেছেন, ‘‘এই মুহূর্তে ছবিটা পুরোপুরি স্পষ্ট নয়। শুনেছি পাঁচ দলের টুর্নামেন্ট হবে। কীভাবে ফ্র্যাঞ্চাইজিগুলো প্লেয়ার নেবে, তাও পরিষ্কার নয়। নিলাম হবে নাকি অন্য কোনও পদ্ধতিতে। দেখা যাক কী হয়।’’ এদিকে, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সেরা স্পোর্টিং লিগের মর্যাদা পাবে আইপিএল। এমনটাই জানিয়ে দিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের নতুন চেয়ারম্যান অরুণ ধুমল। সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বোর্ড কর্তা বলেছেন, ‘‘আগামী কয়েক বছরের মধ্যে আইপিএল বিশ্বের সমস্ত জনপ্রিয় স্পোর্টস লিগকে পিছনে ফেলে দেবে। বিশ্বের এক নম্বর স্পোর্টস লিগ হবে আইপিএল।’’ বোর্ড মনে করছে, আগামী পাঁচ বছরের মধ্যে ইপিএল (ইংলিশ প্রিমিয়ার লিগ) এবং আমেরিকার মেজর লিগ বেসবল (এমএলবি)-কে ছাপিয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের জনপ্রিয়তার কারণেই ভারতীয় ক্রিকেটারদের বিদেশি টি-২০ লিগে খেলার অনুমতি দিতে চায় না বিসিসিআই।

আরও পড়ুন-রোহিতের হাতেই কাপ দেখছেন ডি’ভিলিয়ার্স

ধুমল বলেছেন, ‘‘এটা বোর্ডের নীতিগত সিদ্ধান্ত। এখনই আমরা চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দেব না।’’ একই সঙ্গে আইপিএলে আর দল বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন নতুন আইপিএল চেয়ারম্যান। তবে শুধু ছেলেদের আইপিএল নয়, মেয়েদের আইপিএলকেও শুরু থেকে আকর্ষণীয় করার উপর জোর দিচ্ছে বোর্ড।

Latest article