মিত্রবাড়ির পুজো সার্বজনীন

Must read

সৌমালি বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার : অন্যতম প্রাচীন ফুলেশ্বরের মিত্র বাড়ির কালীপুজো কার্যত সার্বজনীন রূপ নিয়েছে। প্রতিবারের মতোই এবছরও ১০৬তম বর্ষের এই মিত্র বাড়ির পুজোকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষ। দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। এবারও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই উলুবেড়িয়া ছাড়াও বাউড়িয়া, শ্যামপুর, বাগনান, চেঙ্গাইল থেকে বহু মানুষ এখানে পুজো দিতে আসছেন। কয়েক হাজার পুজো পড়ে ফিবছর।

 

এরই সঙ্গে মিত্র পরিবারের সকল সদস্য এই পুজোয় বাড়িতে আসেন। প্রায় ১২০ জন সদস্যই এই পুজোর ক’টা দিন ফুলেশ্বরে তাঁদের বাড়িতেই থাকেন। পুজোর সমস্ত ভোগ বাড়ির মেয়েরা রান্না করে ঠাকুরকে নিবেদন করেন। প্রতি বছরই এলাকাবাসীদের ভোগ খাওয়ানোরও ব্যবস্থা থাকে। তবে কোভিড পরিস্থিতির কারণে এবার মানুষকে বসিয়ে ভোগ খাওয়ানো হচ্ছে না। এই পরিবারের সদস্য শুভদীপ মিত্র বলেন ‘৬ পুরুষ আগে সুরেন্দ্রনাথ মিত্র এই পুজোর সূচনা করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে পুজো চলছে। বর্তমানে এই পুজো সর্বজনীন পুজোর রূপ নিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে এলাকার মানুষও এই পুজোয় সামিল হন। এবারও কয়েক হাজার মানুষ পুজো দিয়েছেন। ঠাকুরকে লুচি, নারকেল নাড়ুসহ সমস্ত ভোগ বাড়ির মেয়েরা রান্না করে নিবেদন করেন।

Latest article