তারাপীঠে মাকে পরমান্ন

Must read

সৌমেন্দু দে, তারাপীঠ : করনাবিধি মেনে এবার তারাপীঠে তারা মায়ের আরাধনা হবে। কালীপুজোতে তারা মা কে কালীরূপে পূজো করা হয়। যেহেতু তারাপীঠ সিদ্ধপীঠ তাই এখানে তারা মায়ের নিশিপুজো হয়। রাতে শুরু হবে নিশিপুজো। চলবে গভীর রাত অবধি।

নিশিপুজোর শেষে রীতিনীতি মেনে বিশেষ যজ্ঞ সম্পন্ন হবে। কালিপুজোর দিন তারা মাকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। দুপুর ও রাতে ভোগ একই রকম থাকলেও, রাতের ভোগে অতিরিক্ত খিচুড়ি থাকে। সাধারণত ভোগের উপকরণে থাকে, সাদাভাত, পোলাও, ফ্রায়েড রাইস, পাঁচরকমের ভাজা, ডাল, তিন রকমের তরকারি, আমড়ার টক, ষোল মাছ পোড়া, কাতলা মাছ, বলির পাঠার মাংস, চাটনি, পরমান্ন, কারণ।

আরও পড়ুন-ভাইফোঁটার আগেই চলে গেলেন দাদা, সুব্রত মুখোপাধ্যায়ের দুই বোনের শোকপ্রকাশ

তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, মন্দিরের দুটি প্রবেশদ্বারে স্যানিটাইজ করে ভক্তদের প্রবেশের ব্যাবস্থা করা হয়েছে। নিরাপত্তাকর্মীদের কড়া নজরদারি এড়িয়ে বিনা মাস্কে কোনও ভক্ত মন্দির চত্বরে প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন-চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লিভারপুল, হোঁচট খেল মেসিহীন পিএসজি

মন্দির কমিটির তরফ থেকে অনবরত ভক্তদের উদ্দেশ্যে কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে তারা মায়ের গর্ভগৃহে ভক্তদের কে বেশি সময় থাকতে দেওয়া হচ্ছে না। কালীপুজোর দিন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া ব্যবস্থা নিয়েছে বীরভূম জেলা পুলিশ। পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, করোনা বিধিনিষেধ ঠিকঠাক পালন হচ্ছে কিনা সেদিকে নজর থাকবে পুলিশের। পুজোয় আগত দর্শনার্থীদের নিরাপওায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।

Latest article