পাহাড়চূড়ায় সেবকেশ্বরী, অনলাইনে হল অঞ্জলি

Must read

রিতিশা সরকার, শিলিগুড়ি : ভক্তশূন্য রেখে ভার্চুয়ালি পুজো হল ঐতিহ্যবাহী সেবকেশ্বরী কালীমন্দিরে। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ৩১ নম্বর জাতীয় সড়কের পাহাড়ের গায়ে অবস্থিত সেবকেশ্বরী কালীমন্দির। প্রতিবছর জাঁকজমকভাবেই পুজো হত। ভিন রাজ্য থেকে ভক্তরা আসত পুজোর দিনে। কিন্তু গত বছর থেকে করোনার কারণে সব আয়োজনে ভাটা পড়েছে। গতবারের মতো এবারও মন্দির ভক্তশূন্য রেখে পুজো হল। তিন জন পুরোহিত মিলে মাকে পুজো করলেন।

আরও পড়ুন-বিরাটদের পিছনে ফেলে বিগ ব্যাশে উন্মুক্ত চাঁদ

নিষ্ঠা মেনে ভোগ নিবেদনও করলেন। কিন্তু ভোগ বিলি হল না। সেবকেশ্বরী মন্দিরে অনলাইনের মাধ্যমেই অঞ্জলি হল। মন্দির কর্তৃপক্ষ নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিয়েছে। ওই নম্বরেই অনলাইনের মাধ্যমে পুজো দিয়ে অঞ্জলি দিয়েছেন ভক্তরা। ১৯৫২ সাল থেকে পুজো হয়ে আসছে এই মন্দিরে। সে-বছর সেবক পাহাড়ে ত্রিশূল পঞ্চমুন্ডির আসন এবং বেদি দেখতে আসেন এক সাধক।

তারপর থেকেই সেবকেশ্বরী মন্দিরে পুজো হয় তন্ত্রোক্তমতে। এর পরেই সেবকের পাহাড় কেটে তৈরি হয়েছে সেবকেশ্বরী কালীমন্দির। ১০৭টি সিঁড়ি পেরিয়ে পৌঁছােতে হয় মন্দিরে। কালীপুজোর সময় অনেক ভক্ত মানত করে পাঁঠাবলিও দিয়ে থাকেন। কিন্তু করোনার কারণে এখন তা-ও বন্ধ।

আরও পড়ুন-ভাইফোঁটার আগেই চলে গেলেন দাদা, সুব্রত মুখোপাধ্যায়ের দুই বোনের শোকপ্রকাশ

মন্দিরের অন্যতম পুরোহিত নন্দকিশোর গোস্বামী জানিয়েছেন, কোভিডবিধি মেনে পুজো হচ্ছে মন্দিরে। তাই মায়ের পুজোতে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভক্তরা অঞ্জলি দিতে পারবেন, তবে নির্দিষ্ট নাম্বার দিয়ে দেওয়া হবে সেই নাম্বারে অনলাইনের মাধ্যমে অঞ্জলি দিতে পারবে

Latest article