অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ : ফের বড়সড় ভাঙন রায়গঞ্জ বিজেপিতে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী আগেই তৃণমূল
কংগ্রেসে যোগ দেন। সোমবার চাপদুয়ার মাঠে প্রকাশ্যসভায় বাহিন এলাকায় তাঁর প্রায় এক হাজার অনুগামী কৃষ্ণ কল্যাণীর হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই অনুগামী নেতা-কর্মীরা কোনও ভাবেই কাজের সুযোগ পাচ্ছিলেন না। তার উপর বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁদের বিরুদ্ধে দলের অন্দরেই ষড়যন্ত্র চলছিল। এরপরেই তাঁরা সিদ্ধান্ত নেন দলত্যাগের। সোমবার এক ছোট অনুষ্ঠানে দলীয় পতাকা হাতে তুলে নেন তাঁরা। যোগদান কর্মসূচিতে বিধায়ক ছাড়াও ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল, পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার প্রমুখ। বিধায়ক বলেন, ‘‘বিজেপিতে থাকাকালীন অক্সিজেনের অভাব ছিল।
আরও পড়ুন : বিজেপির হয়ে ভোটে বিএসএফ
এখন জেলা তৃণমূল নেতাদের সঙ্গে কাজ করে প্রাকৃতিক অক্সিজেন পাচ্ছি। তাই আমার কর্মী-সমর্থকরাও এই দলে যোগ দিয়েছেন।’’ এদিন রায়গঞ্জের রবীন্দ্রভবনেও দলবদল কর্মসূচি হয়। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক কৃষ্ণ কল্যাণী, জেলা সভাপতি অনুপ কর প্রমুখ ছিলেন। এখানেও বিজেপি ছেড়ে বেশ কিছু সদস্য যোগ দেন।