প্রতিবেদন : মাত্র আড়াই মাসের মধ্যেই মহারাষ্টে শিবসেনার একনাথ শিন্ডে গোষ্ঠী-বিজেপি জোট সরকারের পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। মন্ত্রিত্বের টোপ দিয়ে উদ্ধব ঠাকরে শিবির থেকে বিধায়ক ভাঙিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী শিন্ডে। কিন্তু প্রতিশ্রুতিমতো মন্ত্রিত্ব না মেলায় এরই মধ্যে শিন্ডের হাত ছেড়ে উদ্ধব শিবিরে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন বেশ কয়েকজন বিক্ষুব্ধ শিবসেনা(Shiv Sena) বিধায়ক। শিন্ডে শিবির ছাড়ার কথা ভাবছেন এমন বিধায়কের সংখ্যা পাঁচের বেশি বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই মন্ত্রিত্ব না পাওয়া এই ক্ষুব্ধ বিধায়করা শিন্ডেকে উদ্বেগে ফেলেছেন।
আরও পড়ুন: বিজেপি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য: টুকরে টুকরে গ্যাংয়ের সদস্য শাবানা-জাভেদরা
মাসকয়েক আগে শিবসেনার (Shiv Sena) ৪০ জনেরও বেশি বিধায়ক উদ্ধব ঠাকরে শিবির থেকে বেরিয়ে এসে শিন্ডের সঙ্গে যোগ দেন। বিজেপির হাত ধরে সরকার গড়ার পর বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ভোটে মুখ্যমন্ত্রী শিণ্ডেকে সমর্থন করেন ৪০ জন শিবসেনা বিধায়ক। এই বিধায়কদের মধ্যে কয়েকজন বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিলেই শিন্ডে সংখ্যাগরিষ্ঠতা হারাবেন। শিন্ডে শিবিরে ফাটল ধরার কারণ মূলত দুটি। প্রথমত, তিনি এখনও পর্যন্ত মাত্র নয়জন বিধায়ককে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছেন। কিন্তু বিক্ষুব্ধ বিধায়কদের দাবি, গুয়াহাটির হোটেলে হওয়া বৈঠকে শিন্ডে ৩০ জন বিধায়ককে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দ্বিতীয়ত, শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও আদতে সরকার চালাচ্ছেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ৷