বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপির (BJP) পরিকল্পিত নাটকের তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) ভাষণ শুরুর আগেই বিজেপির বিক্ষোভে বিধানসভা উত্তাল হয়। মুখ্যমন্ত্রীর অনুরোধে নিয়ম রক্ষার্থে ভাষণ দেন রাজ্যপাল।
আরও পড়ুন-ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ ভারতীয় পড়ুয়ার
মঙ্গলবার, নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠিক বৈঠক থেকে সেই ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো। যেভাবে গণতান্ত্রিকভাবে জিতে আসা একটি সরকারের কাজ নষ্ট করার চেষ্টা করা হয়েছে, তার প্রতি তীব্র ধিক্কার জানান তিনি। বিজেপিকে কটাক্ষ করে বলেন, “ওরা হেরে গিয়েও ঝামেলা করেছে। হাউস বানচাল করার টার্গেট ছিল। আমাদের মেয়েরা গতকাল লিড নিয়েছে। মেয়েদের সম্পর্কে খুব খারাপ ব্যবহার করেছে ওরা। কুরুচিকর মন্তব্য করেছে। তাও আমাদের মেয়েরা শৃঙ্খলাবদ্ধ ভাবে গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে।” বিজেপি পরিকল্পিত নাটক গণতন্ত্রের প্রতি লজ্জা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-দলের সাংগঠনিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
এর পাশপাশি, বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের হাজিরার বিষয়ে কড়া বার্তা দেন তৃণমূল নেত্রী। বাজেট অধিবেশন চলছে এক্ষেত্রে প্রত্যেক বিধায়ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে অধিবেশনে উপস্থিত থাকার নির্দেশ দেন মমতা। তিনি জানান, সকালে সই চলে গেলাম, আবার বিকেলে গিয়ে সই করে দিলাম সেটা চলবে না। এটাকে স্কুল-কলেজের মতো দেখতে হবে।
• বিধায়কদের প্রতিদিন আসতে হবে।
• অনুমতি না নিয়ে অনুপস্থিত থাকা যাবে না।
• মন্ত্রীরা বিধানসভার অধিবেশন চলাকালীন বাইরের কোনও কর্মসূচি রাখবেন না।
• বিধানসভা থেকেই কাজ পরিচালনা করবেন।
আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বাংলার মেসি : জয়প্রকাশ মজুমদার
মমতা এদিন বলেন রাজ্য বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে। এই অভিবেশনেদলের সব বিধায়ক-মন্ত্রীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে বললেন মমতা।