সংবাদদাতা, ভগবানপুর : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের জেলাতেই বিজেপির (BJP) গোষ্ঠীকোন্দলে তালা ঝুলল দলের বিধায়কের কার্যালয়ে। এর ফলে রীতিমতো অস্বস্তিতে পড়েছে বিজেপি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের বিধানসভা এলাকায় বিজেপির পূর্ব মণ্ডলের কমিটির তালিকাকে ঘিরেই ক্ষুব্ধ দলের কর্মী-সমর্থকরা কর্মকর্তাদের উপর ক্ষোভে ফুঁসছিলেন। বুধবার সেই ক্ষোভ আছড়ে পড়ে বিজেপি (BJP) বিধায়কের অফিসে। প্রথমে কর্মী-সমর্থকরা ওই অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। তারপর বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে তালা ঝুলিয়ে দেন। তাঁদের অভিযোগ, ভগবানপুরের বিধায়ক অযোগ্য কমিটি তৈরি করেছেন। উপযুক্ত ও যোগ্য ব্যক্তিরা স্থান পাননি এই কমিটিতে। তাই এই কমিটি মানতে নারাজ তাঁরা। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপিতে গোষ্ঠীকোন্দল উঠেছে তুঙ্গে।
আরও পড়ুন: ফের মুখ পুড়ল বিশ্বভারতীর