পাড়ায় পাড়ায় ভ্রাম্যমাণ গ্রন্থাগার

বইপড়ার আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ। নানাবিধ বইয়ের সম্ভার নিয়ে প্রতি পাড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ গ্রন্থাগার।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বইপড়ার আগ্রহ বাড়াতে অভিনব উদ্যোগ। নানাবিধ বইয়ের সম্ভার নিয়ে প্রতি পাড়ায় পৌঁছে যাবে ভ্রাম্যমাণ গ্রন্থাগার। বালুরঘাট শহরের ২২ নং ওয়ার্ডের পুরপ্রতিনিধি তথা পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তীর উদ্যোগে। বৃহস্পতিবার উদ্বোধন হল এই ভ্রাম্যমাণ গ্রন্থাগারের। উদ্বোধনরে পর প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, প্রত্যেক পাড়ায় এই গ্রন্থাগার ১০ দিন করে থাকবে। ভ্রাম্যমাণ এই লাইব্রেরির দেখভালের দায়িত্বে থাকবেন ওই ওয়ার্ডের বাসিন্দারা। রাস্তার ফুটপাতের পাশে রাখা থাকবে এই লাইব্রেরি।

আরও পড়ুন-বিজেপি পঞ্চায়েত করেনি, রাস্তা সারালেন গ্রামবাসীরা

সান্ধ্যকালীন সময়ে দুই দিক উন্মুক্ত ভ্রাম্যমাণ লাইব্রেরিতে পাঠকদের বই বা সংবাদপত্র পাঠে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে লাইব্রেরিতে রয়েছে লাইটের ব্যবস্থাও। ২২ নং ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী বলেন, সকাল ৮টা থেকে রাত্রি ৮টা অবধি খোলা থাকবে এই ভ্রাম্যমাণ লাইব্রেরি। তিনি বলেন, আজকের মোবাইলের যুগে আমরা মোবাইল-স্মার্টফোনের সঙ্গে এতটাই যুক্ত হয়ে পড়ছি যে আমরা হয়তো বইয়ের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলছি, সেই কারণে বই পাঠে আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যেই এই উদ্যোগ।

আরও পড়ুন-তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা, পার্টি অফিস দখল করতে

তিনি এও জানান, তাঁরা এলাকার মধ্যে বই পাঠের বিষয়ে সচেতনতামূলক প্রচারও চালাবেন। ২২ নং ওয়ার্ডের বাসিন্দা দক্ষিণ দিনাজপুর জেলার কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা বালুরঘাট পুরসভা প্রাক্তন কাউন্সিলর স্বপন বিশ্বাস বলেন, বই পাঠ যখন হারিয়ে যাচ্ছে তখন বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যানের এই উদ্যোগ প্রশংসনীয়। উদ্বােধনের দিনই ভ্রাম্যমাণ গ্রন্থাগারকে নিয়ে বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকার মহিলারা মিলিত হয়ে বই পড়া শুরু করেন।

Latest article