নবান্নে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের মোবাইল ফোন ব্যবহার এবার নিষিদ্ধ করল রাজ্য সরকার। কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ কর্মীদের মোবাইল ফোন জমা দিয়ে নবান্নে ডিউটি করতে হবে। মঙ্গলবার থেকেই এই নির্দেশিকা জারি হয়েছে। নজরদারির কাজে যেন কোন ত্রুটি না থাকে সেই জন্যই এই নিয়ম বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন-চালু হল বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত বাস পরিষেবা, সূচনায় পরিবহন মন্ত্রী
এমনকা,মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন যে নিরাপত্তা কর্মীরা, তাঁরাও মোবাইল ব্যবহার করতে পারবেন না। সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বি পি গোপালিকা।
শনিবার রাতে যাঁরা মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁদের পুরনো জায়গায় বদলি করা হয়েছে। একজন ইনস্পেক্টর, সার্জেন্ট, দু’জন কনস্টেবল-সহ কলকাতা পুলিশের ১৫ জনকে সরিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, দুবাইগামী দিল্লির বিমানের জরুরি অবতরণ পাকিস্তানের বিমানবন্দরে
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মূলত কনস্টেবল ও সাদা পোশাকের পুলিশ যাঁরা নবান্নের বিভিন্ন ফ্লোরে ডিউটিতে থাকেন, তাদের মোবাইল ফোন ব্যবহার করতে বারণ করা হয়েছে। যারা রেগুলার ডিউটিতে থাকেন, তাঁদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানা গিয়েছে। তারা যখন নবান্নে ডিউটিতে ঢুকবেন তখন ফোন জমা দেবেন। যদি কোনও বিশেষ প্রয়োজন পড়ে তাহলে উর্ধ্বতন অফিসারের অনুমতি নিয়ে তারা ফোন ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন-ভিভো সহ একাধিক মোবাইল সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু ইডি-র
প্রসঙ্গত শনিবার রাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এক ব্যক্তি ঢুকে পড়েছিলেন। হাতে ছিল রড। ওই উচ্চ নিরাপত্তার মাঝেই সাত ঘণ্টা কাটিয়ে দেন তিনি। যদিও পরে ধরা পড়েন। প্রশ্নের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা। রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়ে। মুখ্যমন্ত্রী বাড়িতে নিরাপত্তা খতিয়ে দেখা হয়।সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নেও নিরাপত্তা ঢেলে সাজানো হবে। নবান্নের নির্দেশ, অফিসে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না কর্মীরাও। নবান্নে এবং মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে ঢোকা এবং বেরনোর সময় নাম নথিভুক্ত করার ব্যবস্থা ছিল। তাতেও কিছু খামতি চোখে পড়েছে। সেখানে তথ্য নথিভুক্তকরণের পদ্ধতিও বদল করা হচ্ছে।মঙ্গলবার আরও একবার নবান্নের গেট পরিদর্শন করা হয়। নিরাপত্তা আরও আঁটসাঁট করার ব্যবস্থা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দেওয়ালও আরও উঁচু করা হচ্ছে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…