চালু হল বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন পর্যন্ত বাস পরিষেবা, সূচনায় পরিবহন মন্ত্রী

Must read

আজ, মঙ্গলবার কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে হাওড়া স্টেশন (Howrah Station) পর্যন্ত চালু হল বাস পরিষেবা। সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। দমদম বিমানবন্দর থেকে যেতে যাওয়া অথবা বিমানবন্দরে আসার জন্য যাত্রীদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে রাজ্য পরিবহন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, দুবাইগামী দিল্লির বিমানের জরুরি অবতরণ পাকিস্তানের বিমানবন্দরে

আপাতত WBTC-এর দুটি ননস্টপ AC শাটল বাস বিমানবন্দর ও হাওড়া স্টেশনের (Kolkata Airport- Howrah Station) মধ্যে যাতায়াত করবে। ASS1 নামে এই বাস মাঝে কোথাও স্টপেজ দেবে না। এয়ারপোর্ট থেকে ছেড়ে উল্টোডাঙা-কাঁকুরগাছি-গিরিশ পার্ক-চিত্তরঞ্জন এভেনিউ-ধর্মতলা-বিবাদীবাগ হয়ে পৌঁছবে হাওড়া স্টেশন। এবং একই পথে ধরে ফিরবে বিমানবন্দরে। মাঝে কোনও যাত্রী ওঠানামা করতে পারবেন না। যদি কোনও যাত্রীর প্রয়োজন থাকে, তাহলে ৩ মিনিটের জন্য এসপ্ল্যানেড L-20 বাস স্ট্যান্ড-এর সামনে দাঁড়াবে। ভোর থেকে রাত পর্যন্ত মিলবে এই পরিষেবা। ভাড়া ধার্য করা হয়েছে মাত্র ১০০ টাকা।

এদিন বাস পরিষেবার সূচনার পর মন্ত্রী ফিরহাদ হাকিম বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ জানান, যেন টার্মিনালের ভিতরে ও বাইরে পাবলিক অ্যাড্রেস ডিসপ্লে বোর্ডে এই বাস সম্পর্কে যাত্রীদের সূচনা দেয়। তাহলে অনেক যাত্রী এই পরিষেবা সম্পর্কে অবগত ও উপকৃত হবেন।

Latest article