সংবাদদাতা, শান্তিনিকেতনে : বীরভূম আগেই হয়েছে নির্মল জেলা। এবার সোনাঝুরি খোয়াইহাটে উদ্বোধন হল ভ্রাম্যমাণ শৌচাগার-সহ বহুমুখী সুবিধাযুক্ত ভ্রাম্যমাণ যান বা ‘মোবাইল উইমেন ফেসিলিটি কর্নার’ (Mobile Women Facility Corner)। জেলা প্রশাসন ও বীরভূম জেলা পরিষদের উদ্যোগে। এই ভ্রাম্যমাণ বহুমুখী সুবিধাযুক্ত যানটির উদ্বোধনে ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক তথা জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরি, জেশাশাসক বিধান রায়, কৌশিক সিংহ, সুদীপ্ত দাস, অয়ন নাথ প্রমুখ। শনিবারের হাট হিসেবে পরিচিত এই খোয়াইহাটে প্রচুর পর্যটক আসেন। সেখানে শৌচকর্মের জন্য সব থেকে অসুবিধায় পড়েন মহিলারা। তা ছাড়াও স্তন্যপান করানোর ক্ষেত্রেও অসুবিধার মুখে পড়েন মায়েরা। এক্ষেত্রে ব্রেস্ট ফিডিং কর্নারের সমস্যা মিটবে। একটি ফুড কর্নারও রাখা হয়েছে। কোনও লাভ বা ক্ষতি ছাড়া সামান্য চার্জ নিয়ে এই পরিষেবা দেওয়া হবে। একটি পরিত্যক্ত বাস নিয়ে জেলা পরিষদের অর্থানুকূল্যে এই ভ্রাম্যমাণ বাসের (Mobile Women Facility Corner) পরিষেবা দেওয়া হবে। গোটা ভাবনাটি মুখ্যমন্ত্রীর বলে জানান জেলাশাসক বিধান রায়। বলেন, যেহেতু গোটা জেলা নির্মল বাংলা হিসেবে ঘোষিত। তাই এই পরিষেবার ব্যবস্থা।