মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে মালবাজারে প্রস্তুতি তুঙ্গে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : উত্তরবঙ্গের মালবাজারে (Mamata Banerjee- Malbazar) আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ১৭ তারিখে। ১৮ তারিখ সেখানে তিনি একটি প্রশাসনিক বৈঠক করেবেন। পাশাপাশি মাল নদীতে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তৎপরতা তুঙ্গে প্রশাসনের। ১৭ তারিখ তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে, সোজা চলে আসবেন মাল ব্লকের তেশিমলা গ্রামে। সেখানে একটি খামারবাড়িতে তার রাত্রিযাপনের কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee- Malbazar) থাকার জায়গা এখনই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এ-ছাড়া ওই এলাকায় যাতে কোনও রকম সমস্যা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে রাজ্যের অনগ্রসর ও আদিবাসী বিকাশ মন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক হয় মালবাজার এসডিও অফিসে। এরপর তাঁরা প্রশাসনিক বৈঠকস্থল মাল আদর্শ বিদ্যাপীঠে গিয়ে সভাস্থল ঘুরে দেখেন। ওই স্কুলের পাশেই অস্থায়ী হেলিপ্যাডের জায়গাও ঘুরে দেখেন।

আরও পড়ুন-খোয়াইহাটে বহু সুবিধাযুক্ত ভ্রাম্যমাণ বাস চালু

Latest article