প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ (Mocha) এখন বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার উপকূলে আছড়ে পড়েছে। মায়ানমার উপকূলেও তাণ্ডব চালাচ্ছে মোকা। এর জেরে কক্সবাজার ও রাখাইনসহ উত্তর মায়ানমারের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। রবিবার সকাল থেকে কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল পার করে ঘূর্ণিঝড়। ক্রমশ এটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে।
আরও পড়ুন-শিশুকন্যাদের সুরক্ষার বার্তা নিয়ে দেশ ঘুরবেন ৩ শিক্ষিকা
বিকেল বা সন্ধ্যা নাগাদ যা মায়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ সকাল ৮টায় আবহাওয়া দফতরের ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরী এই ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি তাই সাগর এখন উত্তাল। এটি ক্রমশ বাংলাদেশের উত্তর-উত্তরপূর্ব উপকূলে এগোচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সেই গতিবেগ ২১৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।