প্রতিবেদন : কলকাতা বিমানবন্দরে সন্ধান মিলল দু’জন বিদেশি কোভিড পজিটিভ যাত্রীর। এঁদের মধ্যে একজন বিদেশিনী। ব্রিটিশ-অস্ট্রেলীয় নাগরিক। অস্ট্রেলিয়ার বাসিন্দা। আছে ব্রিটিশ পাসপোর্টও। বুদ্ধগয়ার পথে রবিবার বেশি রাতে কুয়ালালামপুর থেকে বিমানবন্দরে এসে পৌঁছনোমাত্রই নিয়ম মেনে করোনা পরীক্ষা হয়। জানা যায় তিনি কোভিড পজিটিভ। ওই রাতেই বিমানবন্দরে নামেন দুবাইয়ের এক পুরুষ নাগরিক। করোনাভাইরাসের সন্ধান মেলে তাঁর শরীরেও। দু’জনকেই অন্যান্য যাত্রীদের থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। সংস্পর্শে আসা অন্যান্য যাত্রীদের রাখা হয়েছে কোয়ারেন্টাইনে।
আরও পড়ুন-কেন্দ্রের রেশন জালিয়াতি
দু’জনেরই নমুনা পাঠানো হচ্ছে জেনোম সিকোয়েন্সের জন্য। গয়া বিমানবন্দরেও চিহ্নিত করা হয়েছে ৪ কোভিড-আক্রান্ত বিদেশিকে। একজন থাইল্যান্ডের, দু’জন ইংল্যান্ডের এবং একজন মায়ানমারের নাগরিক। বুদ্ধগয়ায় যাচ্ছিলেন দলাই লামার অনুষ্ঠানে। এদিকে কোভিড মোকাবিলায় রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে মঙ্গলবার থেকে টানা ৩ দিন মকড্রিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্যের সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-কৃত্রিম উপগ্রহের অবদান
জানা গিয়েছে, কোভিড পরিস্থিতি মোকাবিলায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে। তাৎপর্যপূর্ণভাবে কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের দৃঢ় মনোভাবের কথা জানিয়ে ট্যুইট করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বলা হয়েছে, বাংলায় বসবাসকারীদের সুরক্ষাই রাজ্যের প্রথম অগ্রাধিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোভিড ১৯ উদ্ভূত যে কোনও ধরনের পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত বাংলা। জেনোমিক সার্ভিলেন্স, পর্যাপ্ত অক্সিজেনের জোগান, করোনা পরীক্ষা এবং জরুরি চিকিৎসা সহ মোট ৬টি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-যাত্রামঞ্চ মাতল সরকারি প্রকল্প নিয়ে জেলা সহ-সভাধিপতির সংলাপে
এদিকে কোভিড মোকাবিলায় সোমবার জরুরি বৈঠকে মিলিত হন রাজ্যের শীর্ষ স্বাস্থ্যকর্তারা। মতবিনিময় করেন স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য আধিকারিকরা। সিদ্ধান্ত হয়, রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে মঙ্গলবার থেকে ৩ দিন বিশেষ মহড়া হবে কোভিড মোকাবিলার। লক্ষণীয়, কেন্দ্রের স্বাস্থ্য দফতরও দেশের হাসপাতালগুলিতে মঙ্গলবার একই ধরনের মহড়া চালানোর নির্দেশ দিয়েছে। রাজ্যের স্বাস্থ্য বৈঠকে স্থির হয়েছে, করোনা আক্রান্তদের কলকাতার ৩টি সরকারি হাসপাতালে ভর্তি করা হবে। বেলেঘাটা আইডি, এম আর বাঙুর এবং শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে এর জন্য প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-মানা হবে কোভিড বিধি, আজ থেকে প্রাথমিকে ইন্টারভিউ শুরু হচ্ছে
এদিনের বৈঠকে জেলা এবং এলাকা ধরে ধরে রাজ্যের কোভিড পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ হয়। অক্সিজেন, মাস্ক এবং স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে প্রস্তুত রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোভিড মোকাবিলার সাজসরঞ্জাম সহ সমস্ত পরিকাঠামো ঠিকঠাক আছে কি না তা অবিলম্বে খতিয়ে দেখতে বলা হয়। এই লক্ষ্যেই মকড্রিল চলবে সরকারি হাসপাতালগুলিতে। অন্যদিকে করোনা মোকাবিলায় সব রাজ্যের সঙ্গে আলোচনা করে এগনোর প্রস্তাব কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে দিয়েছেন তৃণমূল সাংসদ ডা. শান্তনু সেন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্বাস্থ্য সংস্থার পদাধিকারী, স্বাস্থ্য সংগঠনের আধিকারিক ও চিকিৎসকদের সঙ্গে মিলিত হন। সেখানে কোভিড পরীক্ষা, বুস্টার ডোজ, অক্সিজেন সরবরাহ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।