৮ সেপ্টেম্বর দিল্লিতে মোদি-বাইডেন বৈঠক

Must read

প্রতিবেদন : আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সামিট চলবে দিল্লিতে। তবে তার আগেই ৮ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Biden Meeting)। শনিবার হোয়াইট হাউসের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, জি-২০ সম্মেলনের আগে আগামী ৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। নয়াদিল্লিতে পা রাখার পর ৮ সেপ্টেম্বর তিনি বৈঠক (Modi-Biden Meeting) করবেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। দ্বিপাক্ষিক বৈঠকের বিবৃতিতে বলা হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয় যেমন— জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সামাজিক প্রভাব, বিশ্বব্যাঙ্কের ক্ষমতা বৃদ্ধি, দারিদ্র দূরীকরণের বিষয়েও আলোচনা করা হবে। জি-২০ সামিটের আগে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও চিন সাগরে লালফৌজের আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা ও ভারত। ফলে জি-২০-র মঞ্চ থেকে দুই মিত্রদেশ চিনকে কী বার্তা দেয় তার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।

আরও পড়ুন- শংসাপত্রে আধার নয়, নির্দেশ ইউজিসির

Latest article