প্রতিবেদন : নরেন্দ্র মোদি সরকার যে মানুষের মুখের গ্রাসও কেড়ে নিচ্ছে সরকারের জবাবেই সেটা স্পষ্ট হল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে খাদ্য ও গণবণ্টন মন্ত্রী পীযূষ গোয়েল রাজ্যসভায় জানান, বিগত দু’টি আর্থিক বছরে খাদ্য সামগ্রীতে কমানো হয়েছে ভরতুকির পরিমাণ। পরিসংখ্যান বলছে, ২০২১-২২ অর্থবর্ষে খাদ্যশষ্যে ভরতুকির পরিমাণ ছিল ২৮৮৭১৮.৫৪ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে যা কমে হয় ২৮৬৯৭৮.৫ কোটি টাকা।
আরও পড়ুন-বিরোধিতার স্বার্থেই বিতর্ক, বোঝাল তৃণমূল
৩১ জানুয়ারি খাদ্য সামগ্রিতে ভরতুকি বাবদ ১৮৩৪৬৫.৫০ কোটি টাকা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, ২০২০ সালের মার্চে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন প্রকল্পে করোনার সময় দেশের ৮০ কোটি মানুষকে খাদ্যশস্য দেওয়া হয়েছে। মন্ত্রীর লিখিত জবাব প্রসঙ্গে জহর সরকার জানান, খাদ্যে যে ভরতুকি কমিয়ে দেওয়া হয়েছে, তা স্বীকার করছে না কেন্দ্র। কেন্দ্রের দিকে অভিযোগ করে বলেন, ৮১ কোটি মানুষ খুবই গরিব এবং তাঁদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া প্রয়োজন এটা মোদি সরকার স্বীকার করে নিয়েছে।