এবার রামদেবের সংস্থার শেয়ার দরে বড় পতন

আদানির পর রামদেবের সংস্থা পতঞ্জলি ফুডসের শেয়ার দরেও ধস নামল। গত সপ্তাহ থেকেই পতঞ্জলি ফুডসের শেয়ার দর ক্রমশ পড়তে থাকে।

Must read

প্রতিবেদন : আদানির পর রামদেবের সংস্থা পতঞ্জলি ফুডসের শেয়ার দরেও ধস নামল। গত সপ্তাহ থেকেই পতঞ্জলি ফুডসের শেয়ার দর ক্রমশ পড়তে থাকে। এই পতনের ফলে বিনিয়োগকারীদের প্রায় ৭০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। স্বাভাবিকভাবেই যা বিনিয়োগকারীদের কাছে বড় ধাক্কা। ৩ ফেব্রুয়ারি, পতঞ্জলি ফুডসের শেয়ার দর এক সময় ৯০৩.৩৫ টাকায় নেমে আসে।

আরও পড়ুন-খাদ্যসামগ্রীতে ভরতুকি কমিয়েছে মোদি সরকার

তবে ওই দিন বাজার বন্ধের সময় শেয়ারের দর কিছুটা উঠে ৯০৬.৮০ টাকায় পৌঁছয়। যা বৃহস্পতিবারের তুলনায় ৪.৬৩ শতাংশ কম। উল্লেখ্য, ২৭ জানুয়ারি পতঞ্জলি ফুডসের প্রতিটি শেয়ারের দর ছিল ১১০২ টাকা। ওই দিন সংস্থার বাজার মূলধন ছিল প্রায় ৪০,০০০ কোটি টাকা। কিন্তু ৩ ফেব্রুয়ারি সংস্থার বাজার মূলধন ৩২৮২৫.৬৯ কোটি টাকায় নেমে আসে। অর্থাৎ এক সপ্তাহে সংস্থার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা। যা বিনিয়োগকারীদের বড় ধাক্কা দিয়েছে। পতঞ্জলির শেয়ারে পতনের সঙ্গে আদানির কোনও যোগ আছে কি না সেটাই প্রশ্ন।

Latest article