ইডির ক্ষমতা বাড়াল কেন্দ্র

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে জানাল, আর্থিক তছরুপ প্রতিরোধ আইন ২০০২ এর বিধি সংশোধন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED- Modi Government) ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ২২ নভেম্বর কেন্দ্রীয় সরকার এই বিজ্ঞপ্তি জারি করেছে। এখানে বিদেশমন্ত্রক, ন্যাশনাল ইনটেলিজেন্স গ্রিড এবং মিলিটারি ইনটেলিজেন্সি ডিরেক্টরেট সহ আরও মোট ১৫টি মন্ত্রক এবং বিভাগকে তদন্ত সম্পর্কিত তথ্য ইডিকে জানানো বাধ্যতামূলক করা হয়েছে। আর্থিক তছরুপ আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী, কোনও মামলা ইডির এক্তিয়ারের মধ্যে পড়লেই তাদের তদন্ত সম্পর্কিত তথ্য জানানো বাধ্যতামূলক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , তদন্তের গতি-প্রকৃতি দেখে যদি মনে হয়, কোনও আর্থিক কেলেঙ্কারি হয়েছে, ইডি তাদের চিন্তাভাবনা এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে মামলা রুজু করতে পারে। নির্দেশিকা অনুযায়ী ১৫টি মন্ত্রক ছাড়াও এনআইএ, গুরুতর জালিয়াতির তদন্ত বিভাগ, রাজ্য পুলিশ বিভাগ, বিশেষ কোনও তদন্তকারী দল, ডিফেন্স ইনটেলিজেন্স এজেন্সি এবং ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের মতো তদন্ত সংস্থাগুলিকেও এবার থেকে ইডির সঙ্গে তাদের তথ্য শেয়ার করতে হবে। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে ইডিকে তল্লাশি, সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি বিশেষ করে ইডির ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। যথেচ্ছভাবে আর্থিক অপরাধ প্রতিরোধ আইনে মামলা রুজু করার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। এবার থেকে আরও ১৫ টি বিভাগকে তথ্য শেয়ারের দায়িত্ব দেওয়ার অর্থ সেই তথ্য কাজে লাগিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচকদের হেনস্তা করার পথ মসৃণ করা হল বলে মনে করছে রাজনৈতিক মহল। বহু ব্যবসায়ী, সমাজসেবী সংস্থা, সাংবাদিক এবং বিরোধী রাজনৈতিক নেতার বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ উঠছে ইডির (ED- Modi Government) বিরুদ্ধে।

আরও পড়ুন-দিল্লিতে এবার ২২ টুকরো স্বামী

Latest article