রাজনীতি

মোদি নিজেও মিমিক্রি করেছেন, বললেন কল্যাণ

প্রতিবেদন : উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (MP Kalyan banerjee) কিছু অঙ্গভঙ্গি নিয়ে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এই ইস্যুতেই এবার মুখ খুললেন স্বয়ং কল্যাণ। ব্যাখ্যা দিয়ে জানালেন, এই ঘটনা প্রথমবার নয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ অধিবেশন চলাকালীন লোকসভায় ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করেছেন। চাইলে সেই ভিডিও প্রকাশ করতে পারি। মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদের।
লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৪১ জন সাংসদকে বহিষ্কারের ঘটনায় মঙ্গলবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভে শামিল হন বিরোধী সাংসদরা। সেখানেই প্রতীকী মক পার্লামেন্ট গঠন করে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতিকে নকল করে অঙ্গভঙ্গি করার অভিযোগ ওঠে কল্যাণের বিরুদ্ধে। সেই মুহূর্তের ভিডিয়ো করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যা নিয়ে শুরু হয় বিতর্ক। কল্যাণের আচরণের নিন্দায় সরব হয় বিজেপি। এরপর বুধবার এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ (MP Kalyan banerjee) বলেন, ‘মক পার্লামেন্ট চলছিল। আমি বলিনি যে সেটা লোকসভা নাকি রাজ্যসভা। এটা যদি উনি নিজের গায়ে মেখে নেন, তাহলে আমি অসহায়। উনি কি সত্যিই রাজ্যসভায় এরকম আচরণ করেন? এটাই আমার প্রশ্ন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও অভিপ্রায় ছিল না আমার। ধনকড় আমার সিনিয়র। উনি আমার পেশাতেই ছিলেন। উনি আইনজীবী ছিলেন। আমিও আইনজীবী। আমাদের পেশায় আমরা কারও ভাবাবেগে আঘাত করি না। আমি ওঁকে শ্রদ্ধা করি।’
এরপর পাল্টা প্রশ্ন ছুঁড়ে কল্যাণ বলেন, ধনকড়ের যদি মনে হয় যে তাঁর নকল করা হয়েছে, তাহলে এই প্রশ্নটা আসছে যে উনি কি রাজ্যসভায় এরকম আচরণ করেন? সেইসঙ্গে কল্যাণ বলেন, আমি কারও ভাবাবেগে আঘাত করতে চাইনি। মিমিক্রি একধরনের শিল্প। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই লোকসভায় মিমিক্রি করেছিলেন। আমি আপনাদের ভিডিয়োও দেখাতে পারি। ২০১৪-২০১৯ সালের মধ্যে উনি লোকসভায় করেছিলেন। কিন্তু প্রত্যেকেই বিষয়টা হালকা চালে নিয়েছিলেন। কেউ যদি ব্যাপারটা সিরিয়াসলি নিয়ে নেন, তাহলে আমি অসহায়। কল্যাণের ভিডিও নিয়ে এদিন মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, আমি রাজনৈতিক বিষয়ে কোনও টিপ্পনী করব না। এই নিয়ে সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন মন্তব্য করবেন। এরপরই তাঁর সংযোজন, এটা সামান্য হালকা চালে করা। কাউকে আমরা অসম্মান করি না। অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। আর তা ছাড়া রাহুল গান্ধী মোবাইলে ভিডিওগ্রাফি না করলে তো কেউ জানতেও পারত না!

আরও পড়ুন- সংসদে বিরোধীদের কণ্ঠরোধ অব্যাহত

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

1 hour ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

7 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago