সংবাদদাতা, বালুরঘাট : শুধু বললে হবে না। বুঝতে হবে। প্রতিশ্রুতির বাণি আর কত দিন? বঞ্চনা আর কতদিন? সোমবার দক্ষিণ দিনাজপুরের তপনে জনগর্জনের প্রস্তুতি সভার মঞ্চে এভাবেই মোদি সরকারের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ।
আরও পড়ুন-ট্রেন বাতিলেও রোখা যাবে না ব্রিগেডের জনগর্জন
মোদি সরকারের বঞ্চনা এবং বিজেপিশাসিত রাজ্যে মেয়েদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে সায়নী বলেন, প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কটাক্ষ করে জনগর্জন সভার প্রস্তুতিতে তপনের সভা মঞ্চ থেকে সায়নী ঘোষ বলেন মন কি বাত করলে হবে না – মন কি বাত বুঝতে তো হবে, আমরা মা-বোনদের মন বুঝি। মনিপুর, উন্নাও ঘটনার প্রসঙ্গ তুলে মোদি সরকারের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করে এদিন সায়নী ঘোষ বলেন বাংলার মানুষ জানে লাভ ছাড়া ক্ষতি নেই – দিদি ছাড়া গতি নেই। ১০০ দিনের কাজের টাকা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা আটকে রাখা নিয়েও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন আক্রমণ শানান সায়নী ঘোষ। সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে সায়নী ঘোষ বলেন একসাথে জনহুঙ্কার দিতে হবে, বুঝিয়ে দিতে হবে – কিসনে কিতনা হে দম। বিজেপিকে এদিন সায়নী ঘোষ গানের সুরে কটাক্ষ করে বলেন ভোট আসলেই বিজেপি বলে ভালোবাসি – ভালোবাসি আর ভোট দেওয়ার পর – কোথা কোথা খুজেছি তোমায়। এদিনের সভায় ছিলেন, মন্ত্রী বিপ্লব মিত্র, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল, চেয়ারম্যান তোরাফ হোসেন মন্ডল, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অম্বরিশ সরকার।