প্রতিবেদন : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। বিজেপিকে হারাতে রণকৌশল সাজাচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। অন্যদিকে ভোট এগিয়ে আসতেই ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে ভোট বাক্স ভরানোর তাল খুঁজছে পদ্ম শিবির। এসবের মাঝেই এবার বড় মন্তব্য করলেন ভোটকৌশলী প্রশান্ত কিশোর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় রাজনীতি থেকে শুরু করে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা সব বিষয়েই নিজের কথা তুলে ধরেন তিনি। সেখানেই নরেন্দ্র মোদি সম্পর্কে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন পিকে। জানিয়েছেন, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত যতটা আশা করেছিলেন সাধারণ মানুষ, ততটা প্রত্যাশা পূরণ করতে পারেনি মোদি সরকার। ২০২৪-এ এসে সেই ফারাকই অনেক বেড়ে গিয়েছে। পিকের মতে, এর পাশাপাশি মোদি- ম্যাজিকও ধীরে ধীরে কমে আসছে।
আরও পড়ুন-সংসদে সাসপেনশন ইস্যুতে আজ বৈঠকে খাড়গে-ধনকড়
ভোট কৌশলী প্রশান্ত কিশোরের রাজনৈতিক মতামতকে গুরুত্ব দিয়ে থাকে বিভিন্ন দলই। তাই তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলেও আলোচনা। কথা প্রসঙ্গে মোদির উত্তরসূরি প্রসঙ্গে আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা ব্যক্ত করেছেন এই ভোট কৌশলী। প্রসঙ্গত, সাম্প্রতিক অনেক সমীক্ষায় দাবি করা হয়েছে, গোটা বিশ্বে এখনও জনপ্রিয়তার নিরিখে মোদিই শীর্ষে। আর এই মতামতের উপর ভিত্তি করেই আবার দেশ জয়ের স্বপ্ন দেখছে বিজেপি। পিকে অবশ্য বিষয়টিকে আমল দিতে নারাজ। তিনি সাক্ষাৎকারে জানান, এক সময় গর্বাচেভের জনপ্রিয়তাও বিপুল ছিল। কিন্তু তিনি যেবার নোবেল পুরস্কার পান, সেই বছরই ইউএসএসআর থেকে ছিটকে যেতে হয় তাঁকে।
আরও পড়ুন-হুগলিতে তৃণমূলের প্রতি.বাদ সভায় গদ্দা.রকে চ্যা.লেঞ্জ কল্যাণের
পিকে বলেন, দেশে মোদির জনপ্রিয়তা কমলে তা বিশ্বের দরবারেও প্রতিফলিত হবে। ভবিষ্যতে মোদির উত্তরসূরি আরও কট্টর হিন্দুত্ববাদী মুখ হবে বলে জানান প্রশান্ত কিশোর। বলেন, প্রথমে বাজপেয়ী ও আদবানি থেকে মোদি-শাহ পর্যন্ত একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বাজপেয়ীর উদারবাদী দৃষ্টিভঙ্গি থেকে সরে গিয়েছে বিজেপি। পরবর্তীতে শীর্ষপদে যিনি আসবেন তিনি আরও কট্টর হিন্দুত্ববাদী মানসিকতার পরিচয় দেবেন। পিকের এই মন্তব্যের পর থেকেই যোগী আদিত্যনাথকে ঘিরে জল্পনা বাড়ছে।