প্রতিবেদন : বিজেপি হল ভেজাল রামভক্ত। মোদি, শাহর মুখ আর চলছে না, তাই রামের মুখ নিয়ে মিছিল করতে হচ্ছে। রামনবমী পালন নিয়ে বুধবার বিজেপিকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ দাবি তদন্ত কমিটির রিপোর্টে
দলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কোচবিহারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রামনবমী নতুন কিছু নয়। রাম মানেই বিজেপি এটা কিন্তু নয়। একটা বিরাট সংখ্যক মানুষের কাছে রাম হলেন ভগবান। আর বিজেপির কাছে রাম হচ্ছে ভোট ক্যাচার। বিজেপি রোটি কাপড়া আর মকানের রাজনীতিতে থাকে না। তারা ধর্মের নামে মানুষের মধ্যে ভেদাভেদ করায়। তারা ভগবান রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে মিছিল করাচ্ছে। এই রামনবমীতে যাঁরা রামকে নিয়ে উগ্র ভাবে মিছিল করলেন, তাঁদের কাছে রাম হল রাজনীতি। আর যাঁরা সুন্দর করে শোভাযাত্রা করলেন বাড়িতে পুজো করলেন তাঁরাই হলেন প্রকৃত রামভক্ত। বিজেপি ভেজাল রামভক্ত। ভগবান রামকে ভোট মার্কেটিংয়ে কাজে লাগাচ্ছে। এখন মোদির মুখ চলছে না। শাহর মুখ চলছে না। তাই রামের মুখ নিয়ে মিছিল করতে হচ্ছে। ভগবান রামের হাতে ধারালো অস্ত্র রয়েছে, এমন ছবি কেউ দেখাতে পারবেন? প্রশ্ন তোলেন কুণাল। যাঁরা রামকে নিয়ে উগ্রভাবে মিছিল করলেন তাঁরা কোনও ভাবেই রামভক্ত নয়। মানুষ এসব ধরে ফেলেছে। মানুষ বুঝে গিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার।