নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ দাবি তদন্ত কমিটির রিপোর্টে

গত ১৭ মার্চ ওই বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পরেই সন্দেহ করা হয়েছিল, এর নেপথ্যে থাকতে পারে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার।

Must read

প্রতিবেদন : অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়েই তৈরি হয়েছিল গার্ডেনরিচের ভেঙে পড়া বহুতল। শুক্রবার পুর-কমিশনার ধবল জৈনের কাছে জমা পড়া তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট থেকেই উঠে আসছে এমন তথ্য। বুধবারই গার্ডেনরিচের বহুতল ভেঙে পড়ার ঘটনার একমাস পূর্ণ হল। আর তার আগেই সত্যি হল পুর-ইঞ্জিনিয়ারদের অনুমান। গত ১৭ মার্চ ওই বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পরেই সন্দেহ করা হয়েছিল, এর নেপথ্যে থাকতে পারে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহার।

আরও পড়ুন-দক্ষিণে দাবদাহ, উত্তরে শিলাবৃষ্টি

আজমোল্লা বাগানের ওই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতির নেতৃত্বে কমিটি গঠন করেছিলেন পুর-কমিশনার ধবল জৈন। এবার তদন্তকারী কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে আসা তথ্যও সেই ধারণাকেই আরও বদ্ধমূল করছে। রিপোর্ট বলছে, ওই বহুতল নির্মাণে ব্যবহৃত ইট, বালি, সিমেন্ট, লোহার রড, স্টোন চিপস-সহ সব কিছুই ছিল অত্যন্ত নিম্নমানের। নির্মাণের ক্ষেত্রে মানা হয়নি কলকাতা পুরসভার বহুতল নির্মাণের ন্যূনতম বিধিনিষেধও। এমনকি নির্মাণকারী সংস্থার ওই বহুতল নির্মাণের প্রয়োজনীয় অভিজ্ঞতাও ছিল না। সব মিলিয়ে অল্প বিনিয়োগেই বিরাট দাঁও মেরে বিপুল আয়লাভের আশা থেকেই ওই বহুতলের নির্মাণ বলে দাবি তদন্ত কমিটির। ইতিমধ্যেই এই ঘটনায় শোকজ করা তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে কলকাতা পুরসভা। নেওয়া হয়েছে একাধিক কড়া পদক্ষেপও।

Latest article