দক্ষিণে দাবদাহ, উত্তরে শিলাবৃষ্টি

জ্বলছে রাজ্যের দক্ষিণ। চাঁদিফাটা রোদে ঝলসে যাচ্ছে চতুর্দিক। বৈশাখ শুরু হয়ে গেলেও দেখা নেই কালবৈশাখীর। কবে হবে ঝড়বৃষ্টি?

Must read

প্রতিবেদন : জ্বলছে রাজ্যের দক্ষিণ। চাঁদিফাটা রোদে ঝলসে যাচ্ছে চতুর্দিক। বৈশাখ শুরু হয়ে গেলেও দেখা নেই কালবৈশাখীর। কবে হবে ঝড়বৃষ্টি? নাজেহাল রাজ্যবাসীর এই প্রশ্নের জবাবে আরও ভয়ংকর পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর কাজ ও উন্নয়ন দেখুন, ফের জেতান তৃণমূলকে আর্জি খলিলুরের

এবার রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় জারি করা হল তাপপ্রবাহের কমলা সতর্কতা। বেশ কয়েকটি জেলায় বইবে লু। শুষ্ক পশ্চিমি হাওয়ার কারণে বাড়বে অস্বস্তি। পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সপ্তাহান্তে তাপমাত্রা পৌঁছতে পারে ৪২-৪৩ ডিগ্রিতে। বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিশেষ প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। কিন্তু দক্ষিণের জেলাগুলি যখন প্রচণ্ড দাবদাহে জেরবার, তখন উল্টো ছবি উত্তরে। মঙ্গলবার মাঝরাতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি উত্তরে। সঙ্গে কালবৈশাখী ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে প্রচুর ফসল।

Latest article