প্রতিবেদন: প্রচারের পিছনে কোটি কোটি টাকা খরচ করেও এ রাজ্যে প্রধানমন্ত্রী মোদির প্রকল্প সুপার ফ্লপ। দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, কর্মচারীদের সামাজিক সুরক্ষা দিতে ২০১৯ সালে চালু হয়েছিল প্রধানমন্ত্রী মানধন যোজনা। কিন্তু গোটা প্রকল্পে কোনও সাড়া নেই বাংলায়। তথ্য বলছে, এই প্রকল্পে এ রাজ্য থেকে এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন মাত্র ১ লক্ষ ৯ হাজার মানুষ। এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র প্রায় ৪৬ কোটি নাগরিককে পেনশনের আওতায় আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল।
আরও পড়ুন-দালালি না করে ক্ষমা চান
কিন্তু বাংলায় আজ অবধি সাড়া মেলেনি এই প্রকল্পে। কেন্দ্রীয় সরকারের শ্রমমন্ত্রক এই প্রকল্পটি নিয়ে এসেছে। দেখভালের দায়িত্বে আছে একটি রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা। কিন্তু সাধারণ মানুষের সাড়া না মেলায় এই প্রকল্প নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে শ্রমমন্ত্রক। অভিযোগ উঠছে, প্রকল্পের প্রচারে জোর দিতে শ্রমমন্ত্রকের অধীন ইএসআই ও ইপিএফও-কে কাজে লাগানো হচ্ছে। যা নিয়ে সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।