লড়ে হার ডায়মন্ড হারবারের, লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে মহামেডান

ডায়মন্ড হারবার ০ মহামেডান ২

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে মহামেডানের (DHFC vs Mohammedan) বিরুদ্ধে জিততেই হত ডায়মন্ড হারবার এফসি-কে। কিন্তু মঙ্গলবার সুপার সিক্সের গুরুত্বপূর্ণ ম্যাচে ভাল খেলেও মহামেডানের কাছে ০-২ গোলে হেরে গেল কিবু ভিকুনার দল। মহামেডানের দুই গোলদাতা আঙ্গুসানা ও ডেভিড লাললানসাঙ্গা। ডায়মন্ড হারবার প্রচুর গোলের সুযোগ নষ্ট করল। সেটা না হলে খেলার ফল অন্যরকম হতেও পারত। ডায়মন্ড হারবারের আক্রমণ সামলে একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহামেডানের গোলরক্ষক কদম ছেত্রী। এদিনের জয়ের ফলে লিগ জয়ের আরও কাছে মহামেডান। কলকাতা লিগ জয়ের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে শতাব্দীপ্রাচীন ক্লাব। গ্রুপ পর্বের পয়েন্ট যোগ করে সুপার সিক্সের ৪ ম্যাচ শেষে মহামেডানের পয়েন্ট ৪১। শেষ ম্যাচে আগামী শুক্রবার মোহনবাগানকে হারালেই পরপর তিনবার লিগ জিতবে সাদা-কালো ব্রিগেড। কল্যাণীতে দেওয়া হয়েছে লিগ চ্যাম্পিয়নশিপের মিনি ডার্বি। এদিনের হারের পর ডায়মন্ড হারবারের আর লিগ জয়ের আশা কার্যত রইল না। ৩২ পয়েন্টেই কিবুর দল। বাকি আর তিনটি ম্যাচ।
লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে হেরেছিল মহামেডান। এদিন কিবুর দলকে হারিয়ে যেন তারই জবাব দিল আন্দ্রে চেরনিশভের দল। তবে ডায়মন্ড হারবার প্রথম থেকে মহামেডান রক্ষণে চাপ তৈরি করেছিল। প্রথমার্ধে কিবুর ছেলেদেরই দাপট ছিল ম্যাচে। সহজতম সুযোগটা পেয়েছিল ডায়মন্ড হারবারই। একা গোলকিপারকে সামনে পেয়েও বল জালে জড়াতে পারেননি রাহুল পাসোয়ান। সুযোগ নষ্ট করেন সুপ্রিয় পণ্ডিত, হিমাংশুরাও।

আরও পড়ুন-AITT-তে ভালো ফল ITI প্রশিক্ষণপ্রাপ্তদের, বাংলার টপারদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দ্বিতীয়ার্ধে মহামেডান (DHFC vs Mohammedan) চাপ বাড়ায় ডায়মন্ড হারবার রক্ষণে। ম্যাচের ৬০ মিনিটে ভুল করে বসে কিবুর দলের রক্ষণ। নিজেদের জায়গায় ছিলেন না দুই ডিফেন্ডার বিক্রমজিৎ সিং ও অয়ন মণ্ডল। বিকাশ সিংয়ের কাছ থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে অসাধারণ সেন্টার বক্সে রাখেন স্যামুয়েল। তা অনুসরণ করে দুর্দান্ত একটি গোল করে মহামেডানকে এগিয়ে দেন আঙ্গুসানা। পিছিয়ে পড়ে গোল শোধের আপ্রাণ চেষ্টা করে ডায়মন্ড হারবার। কিন্তু মহামেডান রক্ষণে কাঁপুনি ধরিয়েও কাজের কাজটা করতে পারেনি কিবুর দল। অজস্র গোলের সুযোগ তৈরি করে ডায়মন্ড হারবার। কিন্তু জ্যাকব, সুপ্রিয়, সুপ্রতীপ বাড়ুইরা সুযোগ কাজে লাগাতে পারেননি। মহামেডান গোলরক্ষক কদম এদিন তিন কাঠির নিচে ছিলেন অদম্য। বেশ কয়েকটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলের পতনরোধ করেন। তারই মধ্যে ম্যাচের সংযুক্ত সময়ের ৮ মিনিটে দ্বিতীয় গোল করে মহামেডান। ডেভিডের পেনাল্টি থেকে করা গোলে জয় নিশ্চিত করে সাদা-কালো ব্রিগেড।
ডায়মন্ড হারবার কোচ কিবু ম্যাচের পর জানান, তিনি দলের পারফরম্যান্সে গর্বিত। বলেন, ‘‘মহামেডানকে অভিনন্দন। ৫০-৫০ ম্যাচ ছিল। আমরা প্রথমার্ধে ম্যাচের সেরা সুযোগ পেয়েছিলাম। ওরা এদিন ভাল খেলেছে। তবে আমি ছেলেদের নিয়ে গর্বিত। ভুললে চলবে না, এটা আমাদের মাত্র দ্বিতীয় মরশুম। চ্যাম্পিয়ন হওয়ার আর আশা নেই। আমরা লিগ রানার্স হওয়ার চেষ্টা করব।’’

Latest article