কিবুদের সামনে আজ মহামেডান

এই ম্যাচটা জিতলে, লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাব। ফুটবলাররাও সেটা জানে। ওরা কাল মাঠে নেমে নিজেদের সেরাটাই দেবে।

Must read

প্রতিবেদন : কলকাতা প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে নেমেই খেতাবি দৌড়ে রয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি। গ্রুপ লিগে মহামেডান স্পোর্টিংকে হারানোর পর, সুপার সিক্সে হারিয়েছে মোহনবাগানকে। মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে ডায়মন্ড হারবারের সামনে ফের মহামেডান। আগের ম্যাচেই খিদিরপুরকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে ডায়মন্ড হারবার শিবির। খিদিরপুরের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন রাহুল পাসোয়ান। মঙ্গলবারের ম্যাচেও রাহুলের কাছ থেকে গোল চাইছে দল।

আরও পড়ুন-শ্যুটিং দলের সোনা ও বিশ্বরেকর্ড

তবে লড়াইটা যে কঠিন, সেটা মেনে নিচ্ছেন কিবু ভিকুনা। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে মহামেডান। সেখানে ১৩ ম্যাচে ডায়মন্ড হারবারের পয়েন্ট ৩২। তবে তারা দু’টি ম্যাচ কম খেলেছে। কিবু বলছেন, গ্রুপ লিগের জয় অতীত। মহামেডান এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। তাই কাল আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমি নিজের ফুটবলারদের উপর ভরসা রাখছি। কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। তবে আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। বিশেষ করে, প্রতি ম্যাচেই প্রচুর গোলের সুযোগ নষ্ট করছি আমরা। এটা শুধরে নিতে হবে।

আরও পড়ুন-মাংস ভাত খেয়ে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের নার্সিং ছাত্রীর মৃত্যু

পাশাপাশি আমাদের সতর্ক থাকতে হবে। রক্ষণকে আঁটোসাঁটো রাখতে হবে। মনে রাখতে হবে খেলা নব্বই মিনিটের। অন্যদিকে, মহামেডানের কাছে এই ম্যাচটা আবার বদলার ম্যাচ। গ্রুপ লিগের হারের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে সাদা-কালো শিবিরও। স্ট্রাইকার ডেভিড লাললানসাঙ্গা স্বপ্নের ফর্মে রয়েছেন। চলতি লিগে ইতিমধ্যেই মিজো স্ট্রাইকারের নামের পাশে ১৯টি গোল লেখা হয়ে গিয়েছে। ডেভিড একা নন, দারুণ খেলছেন মহামেডানের আরও দুই ফুটবলার লালরেমসাঙ্গা ও বিকাশ সিং। ডেভিডের গোলগুলির পিছনে এই দু’জনের বড় অবদান রয়েছে।

আরও পড়ুন-কোভিডের চেয়ে সাত গুণ বেশি মারাত্মক হতে পারে ‘এক্স’! সাবধান করল WHO

মহামেডান কোচ আন্দ্রে চের্নিশভ প্রতিপক্ষ শিবিরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। তিনি বলছেন, ডায়মন্ড হারবার খুব ভাল ফুটবল খেলছে। ওরা সেটপিসে খুব শক্তিশালী। আমাদের তাই সতর্ক থাকতে হবে। গ্রুপ লিগে আমরা ওদের কাছে হেরেছিলাম। এবার তাই জিততে চাই। এই ম্যাচটা জিতলে, লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটাই এগিয়ে যাব। ফুটবলাররাও সেটা জানে। ওরা কাল মাঠে নেমে নিজেদের সেরাটাই দেবে।

Latest article