প্রতিবেদন : কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando- Mohun Bagan) ভুলে এএফসি কাপ থেকে বিদায় নিয়েছে মোহনবাগান। কুয়ালালামপুর সিটির কাছে হেরে জোনাল ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হয়েছে সবুজ-মেরুনের। বুধবার যুবভারতীতে বসে দলের বিপর্যয় দেখেছেন ক্লাবের ডিরেক্টর বোর্ডের প্রধান সঞ্জীব গোয়েঙ্কা। অ্যান্তোনিও লোপেজ হাবাসকে সরিয়ে গত বছর জুয়ানকে কোচ করে এনেছিলেন তিনি। এএফসি সেমিফাইনালে স্প্যানিশ কোচের পারফরম্যান্স দেখে তাঁর বিকল্প নিয়ে ভাবনাচিন্তা করলে আশ্চর্যের কিছু নেই। সামনেই আইএসএল। কোচের মনোভাব না বদলালে বিদায়ঘণ্টা বাজতে সময় লাগবে না।
আরও পড়ুন: দুটো ম্যাচই জেতা উচিত ছিল: দ্রাবিড়
জানা গিয়েছে, এএফসি কাপে ব্যর্থতা নিয়ে মোহনবাগান (Juan Ferrando- Mohun Bagan) কর্তারা কথা বলবেন কোচের সঙ্গে। সূত্রের খবর, বুধবারের ম্যাচের পারফরম্যান্স নিয়ে হতাশ গোয়েঙ্কা। তিনি ঘনিষ্ঠমহলে অসন্তোষ প্রকাশ করেছেন। ডিরেক্টর বোর্ডের এক কর্তা বললেন, ‘‘আমরা অবশ্যই জুয়ানের সঙ্গে কথা বলব। এএফসি কাপকে আমরা প্রচণ্ড গুরুত্ব দিয়েছিলাম। অনেক আগে অনুশীলন শুরু করেছি। তার পরেও এই ফলাফল আমরা আশা করিনি। তবে কবে কোচের সঙ্গে আলোচনায় বসব সেটা এখনই আমরা বলতে চাই না।’’ দল নির্বাচন নিয়ে একেবারেই খুশি নন কর্তারা। সূত্রের খবর, কোচের কাছে জবাবদিহি চাইতে পারেন তাঁরা। ১ সেপ্টেম্বর থেকে মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও অস্ট্রেলীয় বিশ্বকাপার দিমিত্রি পেত্রাতোসকে আগেই শহরে উড়িয়ে এনেছিলেন কর্তারা। অনুশীলনেও ছিলেন ছন্দে। তার পরেও দিমিত্রিকে খেলাননি জুয়ান। হুগো বোউমাসকেও দলে রাখেননি। যা একেবারেই খুশি করেনি কর্তাদের। এদিকে, এএফসি কাপ থেকে বিদায়ের পরদিনই দল নিয়ে অনুশীলনে নামেন মোহনবাগান কোচ। বুধবারের ম্যাচে প্রথম একাদশে থাকা ফুটবলাররা রিকভারি সেশন করেন। বাকিদের প্র্যাকটিস করান জুয়ান। তার আগে দলকে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করেন স্প্যানিশ কোচ।