প্রতিবেদন : পি সেন ট্রফির (P Sen Trophy- Mohun Bagan) ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ভবানীপুর। বৃহস্পতিবার নিজেদের সেমিফাইনাল ম্যাচ দাপটে জিতল দুই দল। শনিবার ইডেন গার্ডেন্সে ফাইনাল। সল্টলেকে সিএবি সভাপতি একাদশকে ৮ উইকেটে হারিয়েছে মোহনবাগান (P Sen Trophy- Mohun Bagan)। প্রথমে ব্যাট করে শুভম চট্টোপাধ্যায় (অপরাজিত ৪৯) এবং সুদীপ ঘরামির (৪৪) ব্যাটে ভর করে সিএবি সভাপতি একাদশ ১৪৭ রান করতে সক্ষম হয়। ২৯.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে দেয় মোহনবাগান। সাকির হাবিব গান্ধী সর্বোচ্চ ৬৭ রান করেন। অন্য সেমিফাইনালে ইডেনে ভবানীপুর ৭ উইকেটে হারায় তপন মেমোরিয়ালকে। বৃষ্টিবিঘ্নিত ৩৩ ওভারের ম্যাচে তপন মেমোরিয়ালের ১৬৮ রান ৩ উইকেট হারিয়ে তুলে দেয় ভবানীপুর। তাদের সর্বোচ্চ রান বিবেক সিংয়ের (অপরাজিত ৮৮)।
আরও পড়ুন- প্রতিবাদী কুস্তিগিরদের নয়া দাবি