প্রতিবাদী কুস্তিগিরদের নয়া দাবি

Must read

নয়াদিল্লি : সম্প্রতি এশিয়ান গেমসের (Protesting Wrestlers- Asian Games) ট্রায়াল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রতিবাদী কুস্তিগিররা। এবার তাঁদের নতুন দাবি, ট্রায়ালের প্রস্তুতি নিতে তাঁরা আমেরিকা যেতে চান! কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে এই মর্মে চিঠি লিখেছেন পাঁচ প্রতিবাদী কুস্তিগির বজরং পুনিয়া, বিনেশ ফোগট, সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান এবং সঙ্গীতা ফোগট। ওই চিঠিতে তাঁরা লিখেছেন, আমেরিকার মিশিগানে গিয়ে এশিয়াডের প্রস্তুতি নিতে চান। বজরংদের (Protesting Wrestlers- Asian Games) এই অবেদন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ‘মিশন অলিম্পিক’ সেলের কাছে পাঠিয়ে দিয়েছে। তারাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে, ট্রায়াল পিছনোর আবেদনে এখনও সাড়া দেয়নি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া।

আরও পড়ুন- অগাস্টেই যুবভারতীতে খেলবে মোহনবাগান

Latest article