মোহনবাগান সমর্থকদের ইডেনে ঢুকতে বাধা, দায় অস্বীকার কেকেআরের

Must read

প্রতিবেদন : মোহনবাগান বনাম কেকেআরের (Mohun Bagan- KKR) মাঠের বাইরের লড়াই অব্যাহত! লখনউ ম্যাচে সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে ইডেনে ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন একঝাঁক মোহনবাগান সমর্থক। যা নিয়ে রবিবার কড়া ভাষায় কেকেআরের নিন্দা করেছিল মোহনবাগান ক্লাব। সোমবার পাল্টা বিবৃতিতে যাবতীয় অভিযোগ অস্বীকার করল কেকেআর টিম ম্যানেজমেন্ট। আইপিএল ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, স্টেডিয়ামে বাগান সমর্থকদের আটকানোর পিছনে তাদের কোনও ভূমিকা ছিল না।
এদিনের বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘গত ২০ মে কিছু সমর্থককে ইডেন গার্ডেন্সে ঢুকতে বাধা দিয়েছে কেকেআর ম্যানেজমেন্ট বলে যে খবর রটেছে, তা বিভ্রান্তিকর। স্টেডিয়ামে দর্শক নিয়ন্ত্রণের ব্যাপারে কেকেআর ম্যানেজেমেন্টের কোনও দায়িত্ব নেই। কিছু স্বার্থান্বেষী
মানুষ বিপণনের উদ্দেশে স্টেডিয়ামে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু এই কাজ আইপিএলের নীতিবিরুদ্ধ। তাই আইপিএলের লিগ অ্যাম্বুশ মার্কেটিং বিরোধী দল তা তৎপরতার সঙ্গে রুখে দেয়।’’
এই বিবৃতিতে আরও জানানো হয়েছে, কলকাতার সমর্থকদের সঙ্গে কেকেআরের সম্পর্ক অত্যন্ত মধুর। এই শহরের মানুষ যেভাবে নাইটদের (Mohun Bagan- KKR) সমর্থন করেন, তার জন্য ফ্র্যাঞ্চাইজি তাঁদের কাছে কৃতজ্ঞ। কেকেআর নিজের ফ্যানদের কখনও অপমান করেনি। প্রসঙ্গত, সেদিন মোহনবাগানের একটি ফ্যান ক্লাব ময়দান থেকে মিছিল করে ইডেনে ম্যাচ দেখতে গিয়েছিল। ওই সমর্থকদের গায়ে ছিল মোহনবাগানের লোগো দেওয়া সবুজ-মেরুন জার্সি এবং স্কার্ফ। কিন্তু তাঁদের স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি। পরে জার্সি উল্টো করে পরে তাঁরা মাঠে ঢোকেন। এই ঘটনার প্রতিবাদ করে রবিবার কড়া বিবৃতি দেওয়া হয়েছিল মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন: মানুষের উচ্ছ্বাসের প্লাবনে ভেসে গেল কুচক্রীরা

Latest article