প্রতিবেদন : কলকাতা লিগে মোহনবাগানের পক্ষে কি আদৌ খেলা সম্ভব হবে? সোমবার এই নিয়ে ক্লাব সচিব দেবাশিস দত্তর সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ-এর দুই সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল। আলোচনার পর মোহনবাগানের তরফে লিগ খেলার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হলে, শেষ পর্যন্ত জট কাটবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন-ট্রফি চাই, জুভেন্টাসে ফিরেই বার্তা পোগবার
দেবাশিস এদিন স্পষ্ট জানিয়েছেন, ক্লাব কলকাতা লিগে খেলবে না, এটা একবারও বলা হয়নি। তবে আইএফএকে বকেয়া ৬৫ লক্ষ টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে। পড়শি ক্লাব ইস্টবেঙ্গলের যেখানে বকেয়া মাত্র ১৭ লক্ষ, সেখানে মোহনবাগানের সঙ্গে কেন বৈষম্য করা হচ্ছে। অন্তত বকেয়া অর্থের অর্ধেক আইএফএ-কে মিটিয়ে দিতে হবেই। দেবাশিস আরও জানান, মোহনবাগান এএফসি কাপ এবং ডুরান্ড খেলবে। এএফসি কাপের সঙ্গে দেশের সম্মান জড়িত এবং ডুরান্ডকে এ বছর থেকে আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখা হচ্ছে। তাই ক্লাবকে খেলতে হবে। তাই এই দু’টি টুর্নামেন্টের কথা মাথায় রেখে যদি লিগের সূচি তৈরি করা হয়, সেক্ষেত্রে মোহনবাগানের খেলতে কোনও অসুবিধা নেই।
প্রসঙ্গত, ২৯ জুলাই থেকে প্রি-সিজন প্র্যাকটিস শুরু করবেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ডুরান্ড শুরু হবে ১৬ অগাস্ট থেকে। এদিকে, এএফসি কাপের ম্যাচ রয়েছে ৫ সেপ্টেম্বর। এদিকে, স্থানীয় লিগ শুরু হওয়ার কথা ২০ জুলাই থেকে। আইএফএ চাইছে ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে লিগ শেষ করতে। কারণ ছোট ক্লাবগুলোর আর্থিক সঙ্গতির কথা মাথায় রেখে লিগ বেশিদিন টানতে চান না আইএফএ কর্তারা।
আরও পড়ুন-রোনাল্ডোকে ছাড়া হবে না, জানালেন ম্যান ইউ কোচ
এদিন আলোচনার পর আইএফএ কর্তারা জানিয়েছেন, তাঁরা এই বিষয়ে আলোচনা করবেন। যেহেতু মোহনবাগান লিগ খেলতে আগ্রহ দেখিয়েছে, তাই চেষ্টা করা হবে ডুরান্ড এবং এএফসি কাপের সূচির সঙ্গে কলকাতা লিগের সূচির যাতে কোনও সংঘাত না হয়, সেটা দেখা। তবে কাজটা খুব কঠিন।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…