প্রতিবেদন : এএফসি কাপে ব্যর্থতা ভুলে এখন শুধু আইএসএলে নজর মোহনবাগানের। আজ শনিবার ভুবনেশ্বরে লিগের লাস্টবয় হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে জুয়ান ফেরান্দোর দল (Mohun bagan- Hyderabad fc )। কিন্তু হঠাৎ চোট-আঘাতের ধাক্কায় জুয়ানের দলের পারফরম্যান্স গ্রাফ ক্রমশ নামছে। প্রায় মাসখানেক পর ফের আইএসএলে খেলতে নামছে দল। কিন্তু এখনও পর্যন্ত মোহনবাগানই লিগের একমাত্র দল যারা এখনও পর্যন্ত অপরাজিত আছে। ৪ ম্যাচ খেলে চারটিতেই জিতে ১২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে সবুজ-মেরুন। কিন্তু এএফসি কাপ থেকে ছিটকে যাওয়া এবং চোটের ধাক্কা সামলে আইএসএলে সাফল্যের ধারাবাহিকতা জুয়ানের দল ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। যদিও শনিবার অ্যাওয়ে ম্যাচ হলেও হায়দরাবাদ এবার বেশ কমজোরি দল। লিগে এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে চারটিতেই তারা হেরেছে। এখনও জয়ের মুখ দেখেনি তারা। এই অবস্থায় যে কোনও মূল্যে ভুবনেশ্বর থেকে ৩ পয়েন্ট নিয়ে ফেরাই লক্ষ্য সবুজ-মেরুন শিবিরের।
শুক্রবার সকালে গোটা দল ভুবনেশ্বর পৌঁছে যায়। তবে চোটের কারণে হায়দরাবাদের (Mohun bagan- Hyderabad fc ) বিরুদ্ধেও দলের নির্ভরযোগ্য দুই ফুটবলার অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস এবং ভারতীয় স্ট্রাইকার মনবীর সিংকে পাচ্ছে না দল। দু’জনে দলের সঙ্গে যাননি। এছাড়াও আশিক কুরুনিয়ন, আনোয়ার আলিও চোট সমস্যায় মাঠের বাইরে। তবে কোচ জুয়ান শহর ছাড়ার আগে জানিয়েছেন, চোট সমস্যা ভুলেই তাঁরা এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে মরিয়া। তিনি বলেন, ‘‘আমরা পেশাদার। আমরা সামনের দিকে তাকাই। যা হয়েছে বেশি ভেবে লাভ নেই। এএফসি কাপে ব্যর্থতা খুবই হতাশাজনক। এখন আমাদের সামনে হায়দরাবাদকে হারিয়ে তিন পয়েন্ট আনা ছাড়া আর কোনও লক্ষ্য নেই।’’
আরও পড়ুন-নেতা রোহিতেই আস্থা সৌরভের