নেতা রোহিতেই আস্থা সৌরভের

Must read

প্রতিবেদন : গত এক বছরেরও বেশি সময় ধরে দেশের হয়ে টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রোহিত শর্মা (Rohit Sharma- Sourav Ganguly)। তবু সাত মাস পর টি ২০ বিশ্বকাপ মাথায় রেখে রোহিত শর্মাকেই ছোট ফরম্যাটের মেগা টুর্নামেন্টে নেতৃত্বে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক মনে করছেন, এই মুহূর্তে রোহিত ছাড়া ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো দ্বিতীয় কেউ নেই।
শুক্রবার শহরে একটি বাণিজ্যিক সংস্থার অনুষ্ঠানে এসে সৌরভ বলেছেন, ‘‘রোহিতেরই নেতৃত্ব দেওয়া উচিত ভারতকে কারণ, এবার বিশ্বকাপে খুব ভাল করেছে ও। রোহিত একজন আদর্শ নেতা। ওর নেতৃত্বে দল বিশ্বকাপে কত ভাল খেলেছে, আমরা সবাই দেখেছি। আশা করি, আগামী টি ২০ বিশ্বকাপ পর্যন্ত সব ফরম্যাটে রোহিতই অধিনায়ক থাকবে।’’
বিশ্বকাপের পর রোহিত ও বিরাট কোহলি সাদা বলের ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন। এই প্রসঙ্গে সৌরভ বলেন, ‘‘সঙ্গত কারণেই ওরা বিশ্রাম চেয়েছে। এখন প্রচুর ক্রিকেট খেলতে হয়। আমি তো ভাবতেই পারি না, ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল খেলার তিনদিনের মধ্যে টি ২০ সিরিজ খেলতে হচ্ছে। সহজ ব্যাপার নয়, ক্রিকেটারদের এই পরিস্থিতিতে নিজেদের উদ্দীপ্ত করা। তাই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ এবং পরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে অনেক তরতাজা হয়ে ফিরবে রোহিত ও বিরাট। এবং পারফরম্যান্স করতে থাকবে। বিশ্বকাপে সবাই দেখেছে ওরা কত ভাল খেলেছে। দু’জনেই ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ।’’
ভারতীয় কোচের হটসিটে রাহুল দ্রাবিড়ের উপরই আস্থা রেখেছে বিসিসিআই। সৌরভ (Rohit Sharma- Sourav Ganguly) বলেছেন, ‘‘এতে এতটুকু অবাক হইনি। আমি বোর্ড সভাপতি থাকাকালীন ওকে রাজি করিয়েছিলাম। খুশি হয়েছি বিশ্বকাপের পর দ্রাবিড়ের মেয়াদ বাড়তে দেখে। টুর্নামেন্টে ভারতই সম্ভবত সেরা দল ছিল। আগামী জুনে আরও একটা বিশ্বকাপে ভাগ্য ফেরানোর সুযোগ পাবে দ্রাবিড়। সাত মাস সময় পাচ্ছে। আশা করি এবার রানার্স আপ নয়, চ্যাম্পিয়ন দলে থাকবে।’’
চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের মতো দুই সিনিয়রকে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে। দুই সিনিয়রের অবদান মেনে নিয়েও সৌরভ বলেছেন, ‘‘এটাই সিস্টেম। সবাই দলে চিরকাল খেলে না। পূজারা, অজিঙ্ক অনেক সাফল্য পেয়েছে। কিন্তু একটা সময়ের পর নতুনদের সুযোগ দিতে হয়। ভারতে প্রচুর প্রতিভা। তাদের সুযোগ দিতে হবে। নির্বাচকরা নতুন মুখ চায়, এটাই নিয়ম।’’

আরও পড়ুন-শেষ হল না যুদ্ধবিরতি, ফের শুরু হামাস-ইজরায়েল সংঘর্ষ, উত্তপ্ত গাজা

Latest article