শেষ হল না যুদ্ধবিরতি, ফের শুরু হামাস-ইজরায়েল সংঘর্ষ, উত্তপ্ত গাজা

Must read

যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই ফের সংঘর্ষ শুরু হামাস-ইজরায়েলের (Israel-Hamas War)। গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইজরায়েলের সেনা বাহিনী। গাজার একাধিক জায়গায় বোমা হামলার শব্দ শোনা যাচ্ছে। উত্তর-পশ্চিম গাজায় রকেট ছোড়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার স্থানীয় সময় অনুযায়ী সকাল সাতটার আগেই শুরু হয়ে যায় যুদ্ধ (Israel-Hamas War)। ইজরায়েলি সেনার অভিযোগ, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই গাজা থেকে রকেট হামলা চালায় হামাস বাহিনী। পালটা হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির মাঝেই উত্তর গাজায় শেল বর্ষণ করে ইজরায়েল। অভিযোগ-পালটা অভিযোগের মাঝেই লাগাতার যুদ্ধ চলছে গাজায়। হামাসের যুদ্ধ শুরুর ঘটনা জানানো হয়েছে ইজরায়েলি সেনার এক্স হ্যান্ডেলে।

আরও পড়ুন- পিটিআই-এর চেয়ারম্যান পদ থেকে সরলেন ইমরান খান

গত ২৪ নভেম্বর সংঘর্ষবিরতি শুরু হয়েছিল গাজায়। তার পর আরও দু’বার বাড়ানো হয়েছে যুদ্ধবিরতি। এই সময়ের মধ্যে ১০৫ জন পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস এবং ২৪০ প্যালেস্তিনীয়কেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে হামাস জঙ্গিদের শেষ না করা পর্যন্ত এ যুদ্ধ থামবে না বলেই মনে করা হচ্ছে। কারণ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হামাস বাহিনীর সদস্যদের খুঁজে খুঁজে নিকেশ করার কথা জানিয়েছিলেন।

Latest article