প্রতিবেদন : পথ চলা শুরু হল মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমির (Mohun bagan Sports Academy)। বৃহস্পতিবার শিয়ালদহে নেতাজি সুভাষ ইনস্টিটিউট মাঠে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল এই অ্যাকাডেমি। একটি বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেই পথ চলা শুরু হল এই প্রকল্পের। আপাতত স্কুল ক্রিকেট দিয়ে শুরু হল সবুজ-মেরুনে প্রতিভা অন্বেষণের কর্মকাণ্ড। আগামী দিনে অন্যান্য খেলাও এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবে।
মোহনবাগান স্পোর্টস অ্যাকাডেমির (Mohun bagan Sports Academy) ম্যানেজিং কমিটির চেয়ারম্যান অপরূপ চক্রবর্তী, ক্লাব সচিব দেবাশিস দত্ত, ক্রিকেট সচিব তন্ময় চট্টোপাধ্যায়, স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ লায়লা দাস-সহ ক্লাবের কর্মসমিতির আরও অনেকে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের হাত ধরেই শুরু হল সবুজ-মেরুনের স্পোর্টস অ্যাকাডেমি।
আপাতত কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির বাছাই করা ১৫ থেকে ২০টি স্কুলকে নিয়ে অ্যাকাডেমির কাজ চলবে। এরপর মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং শিলিগুড়িতে অ্যাকাডেমির বিস্তার ঘটবে। প্রাথমিক লক্ষ্য, রাজ্যের ১২টি জেলাকে অ্যাকাডেমির আওতায় নিয়ে আসার। সিএবি-র বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টেও অংশ নেবে অ্যাকাডেমির ছাত্ররা। পরামর্শদাতা বা বিশেষজ্ঞ কোচ হিসেবে মহেন্দ্র সিং ধোনির মেন্টর তথা কোচ কেশব বন্দ্যোপাধ্যায়, ঈশান কিসানের কোচ উত্তম মজুমদার থাকছেন। তাঁরা বিভিন্ন সময়ে বিশেষ কর্মশালায় উপস্থিত থাকবেন।
মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের লক্ষ্য ক্রিকেটের প্রসার ঘটানো। ভারতীয় দলের জন্য খেলোয়াড় তৈরিই আমাদের একমাত্র লক্ষ্য নয়। বরং আমাদের প্রধান উদ্দেশ্য, যে খেলোয়াড় আমরা তৈরি করব তারা যেন প্রথমে বাংলার হয়ে ভাল খেলে রাজ্যকে রঞ্জি ট্রফি উপহার দিতে পারে।’’