কেরলেই গেলেন প্রীতম, মোহনবাগানে সামাদ

Must read

প্রতিবেদন : ঘরের ছেলে ঘর ছাড়লেন। গত মরশুমেই প্রীতম কোটালের নেতৃত্বে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়। সেই প্রীতমই আসন্ন মরশুমে খেলবেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। কেরলের দলটির সঙ্গে সোয়াপ চুক্তি হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। সেই চুক্তি অনুযায়ী কেরালা ব্লাস্টার্সে প্রীতমকে (Pritam Kotal) ছেড়ে মোহনবাগান সই করিয়ে নিল ভারতীয় ফুটবলের পোস্টার বয় সাহাল আব্দুল সামাদকে (Abdul Samad)। শুক্রবার দুপুরে মোহনবাগানের তরফে সরকারিভাবে এই খবর জানানো হয়। সামাদের সঙ্গে সবুজ-মেরুনের পাঁচ বছরের দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। সূত্রের খবর, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে প্রীতমের চুক্তি হয়েছে তিন বছরের।
জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সামাদ (Abdul Samad)। কেরলের কান্নুরের এই তারকা ফুটবলার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের পাশাপাশি খেলেন উইঙ্গার হিসেবেও। মূলত প্লে-মেকারের ভূমিকা পালন করেন তিনি। দু’দিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সামাদ। স্ত্রী রেজাও ব্যাডমিন্টন খেলোয়াড়। তরুণ তারকা বলেছেন, ‘‘মোহনবাগানের সঙ্গে এই চুক্তি মনে হচ্ছে আমার বিয়ের সেরা উপহার। সবুজ-মেরুন জার্সি গায়ে ডার্বি খেলার জন্য মুখিয়ে আছি। কলকাতা ডার্বির সঙ্গে সবাই এল ক্লাসিকোর তুলনা করেন। সেই ম্যাচে মাঠে নামব ভেবেই উত্তেজনা বোধ করছি। উইন, উইন, উইন–এটাই মন্ত্র আমার। ডার্বিতেও সেটা বজায় থাকবে।’’
সামাদ আরও বলেন, ‘‘এখনও আইএসএল ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। ক্লাবের হয়ে এএফসি কাপে খেলার সুযোগও হয়নি। মোহনবাগান এবার দেশের সেরা দল গড়েছে। লক্ষ্যগুলো পূরণ করতে চাই।’’ মোহনবাগানে সই করে জাতীয় কোচ ইগর স্টিমাচের আশীর্বাদও নিয়েছেন বলে নিয়েছেন সামাদ।
অন্যদিকে, মোহনবাগানের সঙ্গে সম্পর্কে ইতি টেনে আবেগতাড়িত প্রীতম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবুজ-মেরুন সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন-ঘূর্ণিতে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ

Latest article