আজ গোয়ার বিরুদ্ধে পরীক্ষা মোহনবাগানের

পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে পাঁচে। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোয়ার অবস্থান সাত নম্বরে।

Must read

প্রতিবেদন : পুরনো দলের বিরুদ্ধে নতুন পরীক্ষায় নামছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। গত মরশুমে আইএসএলের মাঝপথেই এফসি গোয়া ছেড়ে মোহনবাগান কোচের হটসিটে বসেছিলেন জুয়ান। এর পর গোয়ার সঙ্গে দু’বারের সাক্ষাতে এখনও অপরাজিত স্প্যানিশ কোচ। রবিবাসরীয় সন্ধ্যায় গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে চলতি মরশুমে প্রথম সাক্ষাৎ দুই দলের। পাঁচ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে পাঁচে। সমসংখ্যক ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোয়ার অবস্থান সাত নম্বরে। রবিবার মোহনবাগান জিতলে তারা তৃতীয় স্থানে উঠে আসবে। সেই সঙ্গে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকবে।

আরও পড়ুন-আজ শুরু বিশ্বকাপ, দোহায় মুখোমুখি কাতার-ইকুয়েডর

ম্যাচের আগের দিন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান বললেন, ‘‘গোয়া ও মোহনবাগানকে কোচিং করানোর মধ্যে কোনও পার্থক্য নেই। কলকাতার দলের হেড কোচ হিসেবে চাপ অনেক বেশি থাকে। কারণ, সকলে চায় জিততে। কিন্তু ভূমিকা একই রকম থাকে।’’ জুয়ান সমীহ করছেন তাঁর পুরনো দলকে। স্প্যানিশ কোচের কথায়, ‘‘গোয়া খুব শক্তিশালী দল। ওদের ভাল ফুটবলার রয়েছে। খুব কঠিন ম্যাচ হবে। আমাদের সতর্ক থাকতে হবে। আগের ম্যাচে কেরলের কাছে ওরা হারলেও তাতে আমাদের কোনও সুবিধা হবে না। আমরা নিজেদের খেলাটা খেলব এবং তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করব।’’ জুয়ানের সঙ্গে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কিয়ান নাসিরি। তবে কি তিনি গোয়া ম্যাচ খেলবেন শুরু থেকে? খোলসা করেননি মোহনবাগান কোচ।

Latest article