যুবভারতীতেই খেলবে মোহনবাগান

৭ সেপ্টেম্বর এএফসি কাপ সেমিফাইনাল

Must read

প্রতিবেদন : সবুজ-মেরুন সমর্থকদের জন্য সুখবর। এএফসি কাপের আন্তঃআঞ্চলিক সেমিফাইনালও সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনেই খেলবে মোহনবাগান (Mohun Bagan)। আগামী ৭ সেপ্টেম্বর হবে এই ম্যাচ। জানিয়ে দিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি কাপের যোগ্যতা অর্জন এবং গ্রুপ পর্বের ম্যাচ ঘরের মাঠেই খেলার সুযোগ পেয়েছিল জুয়ান ফেরান্দোর দল। নক-আউট পর্বেও প্রিয় দলের খেলা যুবভারতীর গ্যালারিতে বসে দেখার সুযোগ পেতে চলেছেন সমর্থকরা। বৃহস্পতিবার ঘোষণা হল ড্র। মোহনবাগান খেলবে আসিয়ান অঞ্চল (জোন)-এর চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ভিয়েতনামের কোনও ক্লাবের বিরুদ্ধে খেলতে পারেন লিস্টন কোলাসোরা। ২৪ অগাস্ট আসিয়ান অঞ্চলের ফাইনাল। সেই ম্যাচেই জানা যাবে ৭ সেপ্টেম্বর যুবভারতীতে মোহনবাগানের (Mohun Bagan) প্রতিপক্ষ কোন দল।

আরও পড়ুন: কোম্পানি গঠন

এএফসি কাপের গ্রুপ পর্বে খেলা মোহনবাগান দল অবশ্য বদলে গিয়েছে। দুই তারকা বিদেশি স্ট্রাইকার রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস দল ছেড়েছেন। তবে পল পোগবার দাদা ফ্লোরেন্তিনকে সই করিয়ে চমক দিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলকেও নিয়েছে তারা। ফলে মোহনবাগানের রক্ষণ আরও মজবুত হয়েছে। প্রবীর দাসকে ছেড়ে দিলেও আশিক কুরুনিয়ন এবং আশিস রাইয়ের মতো দুই ভারতীয় ফুটবলারকেও সই করিয়েছে মোহনবাগান। সম্ভবত চলতি মাসেই নতুন বিদেশি স্ট্রাইকারের নাম জানিয়ে দিতে পারে ক্লাব ম্যানেজমেন্ট। ফলে যথেষ্ট শক্তি বাড়িয়েই সেপ্টেম্বরের শুরুতে এএফসি কাপ সেমিফাইনাল খেলতে নামবে ফেরান্দোর দল। তবে এএফসি কাপের নকআউটে নামার আগেই ডুরান্ড কাপে খেলে নিজেদের প্রস্তুতি সেরে নেবে মোহনবাগান। তার আগে ২৯ জুলাই মোহনবাগান দিবসেই প্রাক-মরশুম প্রস্তুতি শুরু করে দিচ্ছেন পোগবা-মনবীররা।

Latest article