প্রতিবেদন : মঙ্গলবার সবুজ-মেরুন তাঁবু মাতিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই কলকাতা প্রিমিয়ার লিগে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan)। নৈহাটি স্টেডিয়ামে সবুজ-মেরুনের প্রতিপক্ষ পাঠচক্র (Patha Chakra)।
এই প্রথমবার কলকাতা লিগে অনূর্ধ্ব ২৩ দল খেলাচ্ছে শতাব্দীপ্রাচীন ক্লাব। উদ্দেশ্য সিনিয়র দলের সাপ্লাই লাইন তৈরি রাখা। কোচ বাস্তব রায়ের কোচিংয়ে মোহনবাগানের যে দলটা এবারের কলকাতা লিগে অংশ নেবে, তাদের গড় বয়স মাত্র বাইশ! গত মরশুমে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চে থাকা সাত তরুণ ফুটবলারকে কলকাতা লিগের দলে রাখা হয়েছে। এঁদের অন্যতম সুমিত রাঠি, ফারদিল আলি মোল্লা ও লালরিনলিয়ানা হামতের মতো তরুণরা। যাঁরা ইতিমধ্যেই সবুজ-মেরুন (Mohun Bagan) জার্সি গায়ে আইএসএলে খেলে ফেলেছেন।
আরও পড়ুন- মেসিই সেরা, ওর মতো কেউ হবে না : মার্টিনেজ
পাশাপাশি ইন্ডিয়ান অ্যারোজ থেকে সই করেছেন সাতজন। এঁদের অন্যতম হলেন কাশ্মীরের তরুণ সুহেল আমেদ ভাট। যিনি মোহনবাগানের হয়ে নেক্সট জেন কাপে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেছিলেন। কোচ বাস্তব রায় বলছেন, ‘‘কলকাতা লিগের একটা ঐতিহ্য আছে। সবুজ-মেরুন জার্সির ওজন সম্পর্কে আমার ফুটবলাররা ওয়াকিবহাল। আমাদের লক্ষ্য জয় দিয়ে লিগ শুরু করা।’’ সিনিয়র দলের জার্সিতে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া সুমিত-ফারদিনরা মুখিয়ে রয়েছেন কলকাতা লিগে নিজেদের প্রমাণ করার জন্য।