মেসিই সেরা, ওর মতো কেউ হবে না : মার্টিনেজ

দিবুর গায়ে ক্লাব জার্সি, আত্মহারা সমর্থকরা

Must read

প্রতিবেদন : দিবু-দিবু (ডাকনাম) করে মোহনবাগান মাঠ যখন পাগল, তখন দিবুর মুখে শোনা গেল লিও মেসির নাম। তাঁকে মনে করিয়ে দেওয়া গেল, মেসি তো পরের বিশ্বকাপেই নেই। এবার গর্জে উঠলেন ফ্রান্সকে রুখে দেওয়া গোলকিপার। এমিলিয়ানো মার্টিনেজের (Martinez- Messi) ঘোষণা, ‘‘মেসি না থাকলেও সমস্যা নেই। আমরা গ্রুপ অফ টাইগার্স।”
মঙ্গলবার দিনভর অনুষ্ঠানে ব্যস্ত থাকলেন আর্জেন্টিনা গোলকিপার (Martinez- Messi)। তবে আমজনতা তাঁকে খোলামনে দেখল মোহনবাগান মাঠে। সাদা টি শার্ট। বাদামি শর্টস। এটা পরে পেলে-সোবার্স-মারাদোনা গেটের উদ্বোধনের পর সেই যে তাঁর হাতে সবুজ-মেরুন জার্সি তুলে দেওয়া হল, সেটা পরেই কাটিয়ে দিলেন মোহনবাগানের অনুষ্ঠানে। গলায় থাকল সবুজ-মেরুন উত্তরীয়। হাতছাড়া করেননি এটাও।
দুপুরে মিলনমেলা প্রাঙ্গণে মার্টিনেজ বলে এসেছিলেন, ‘‘মেসিই বিশ্বসেরা। কমপ্লিট ফুটবলার। ওর মতো কেউ হবে না। ফাইনালে টাইব্রেকারের সময় আমাকে বলেছিল, তুমি আমাদের আগেও জিতিয়েছ। একটা শট বাঁচাও। আমি ভাগ্যবান ওর মতো ফুটবলারের সঙ্গে খেলি।” মেসির কথা রেখেছিলেন কাতারে। ১২ বছর বয়স থেকে ফুটবলে। আর তখন থেকেই চোখে এই স্বপ্ন। যা সত্যি হয়েছে কাতারে। বিকেলে মোহনবাগান মঞ্চ থেকে দীর্ঘকায় গোলকিপার পরের মিশনের কথাও ঘোষণা করে দিলেন। সেটা কোপা আমেরিকা। বললেন, ‘‘ওটা এবার জিততে হবে।”
মার্টিনেজ এলেন সাড়ে পাঁচটা নাগাদ। গেট উদ্বোধনের পর ঘুরে দেখেন প্লেয়ার্স ড্রেসিংরুম, লন, লাইব্রেরি। তাঁবুতে বসে কয়েকজনের হাতে তুলে দিলেন আর্জেন্টিনার জার্সি। মাঠে এসে গাড়িতে ঘুরলেন। গ্যালারিতে ছুঁড়ে দিলেন বল। তারপর শীর্ষ পুলিশ কর্তাদের সামনে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ ২০২৩-এর আনুষ্ঠানিক উদ্বোধন সেরে ফের মাঠে পুলিশ অলস্টার বনাম মোহনবাগান অলস্টার দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হতে। যে ম্যাচ বসে দেখলেন ইংলিশ প্রিমিয়ার লিগে আ্যাস্টন ভিলার হয়ে খেলা গোলকিপার।
দুপুরে মিলনমেলার অনুষ্ঠানে বিশৃঙ্খলা ছিল। তারমধ্যেই দুই প্রধানের কর্তাদের খুশি করে মার্টিনেজ বলেন জয় ইস্টবেঙ্গল-জয় মোহনবাগান। তবে সবুজ-মেরুনের অনুষ্ঠানে বিসদৃশ্য ছিল শুরুতে। যখন মাঠে কয়েক হাজার ফুটবল অনুরাগীকে বসিয়ে রেখে কর্তারা তাঁবুর ভিতরে তাঁদের অনুষ্ঠান সারলেন। মাঠের লোকজন তখন মার্টিনেজকে দেখলেন গোলপোস্টের পিছনে জায়ান্ট স্ক্রিনে! অথচ ওঁরা এসেছিলেন শুধু মার্টিনেজ-দর্শনেই।

আরও পড়ুন- নবম SAFF কাপ জিতল ভারত

Latest article