SAFF চ‍্যাম্পিয়ন ভারত, খেলোয়াড়দের অভিনন্দন মুখ‍্যমন্ত্রীর

Must read

সাফ কাপ চ‍্যাম্পিয়ন (saff championship) ভারত  (India)। এদিন ফাইনালে টাইব্রেকারে কুয়েতকে হারাল ৪-৫ গোলে। টাইব্রেকারে দুরন্ত পারফরম্যান্স ভারত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুর। জয়ের পরই ভারতীয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানালেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (CM Mamata Banerjee)। টুইটারে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন, “ভারতীয় দলকে অনেক শুভেচ্ছা ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার জন্য। ফাইনালে কুয়েতকে হারিয়েছে দল। এই নিয়ে ৯ বার এই টুর্নামেন্ট জয়ের রেকর্ড তৈরি করল টিম ইন্ডিয়া। অনেক অভিনন্দন আমাদের খেলোয়াড়দের।”

ম‍্যাচে (saff championship) এদিন শুরুটা ভালো করলেও, ম‍্যাচের ১৫ মিনিটে গোল খেয়ে যায় ইগর স্টিম‍্যাচের দল। ম‍্যাচের ৩৮ মিনিটে সমতা ফেরায় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সমতায় ফেরান লালিয়ানজুয়ালা ছাঙতে। এরপর নির্ধারিত সময় পযর্ন্ত ফলাফল না আসায় ম‍্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। তবে শেষমেশ এক্সট্রা টাইমেও ম‍্যাচের ফলাফল থাকে ১-১। যার ফলে ম‍্যাচ গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে ৪-৫ গোলে ম‍্যাচ জেতে ভারতীয় দল।

আরও পড়ুন- নবম SAFF কাপ জিতল ভারত

Latest article