ক্ষমা প্রার্থনা করে বিজ্ঞপ্তি ফেরাল লরেটো

Must read

প্রতিবেদন : বিতর্কিত বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল কলকাতার (Kolkata) লরেটো কলেজ (Loreto College admission)। সেই সঙ্গে দুঃখপ্রকাশও করল। স্নাতকে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছিল কলেজ কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বিষয়টি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Education Minister Bratya Basu) কানেও যায়। তিনিও ঘটনাটি নিয়ে উষ্মা প্রকাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ও (Calcutta University) কলেজের অধ্যক্ষকে ডেকে বক্তব্য শোনেন। শেষ পর্যন্ত চাপের মুখে ক্ষমা চেয়ে বিতর্কিত নোটিশ প্রত্যাহার করল লরেটো কলেজ কর্তৃপক্ষ। কলেজ জানিয়েছে, যে কোনও ভাষায় পড়াশোনা করা ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। সোমবার দুপুরে প্রিন্সিপালের সঙ্গে কথা হয় বিশ্ববিদ্যালয়ের। রেজিস্ট্রার দেবাশিস দাস জানান, এই ব্যবস্থা গত কয়েক বছর ধরেই চলছিল। আমরা তা জানতে পারিনি। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, মেরিট লিস্ট যা প্রকাশিত হয়েছে তা থাকছে। একটি পৃথক পোর্টাল খোলা হবে নতুন করে আবেদনের জন্য। কলেজ (Loreto College admission) কর্তৃপক্ষ জানিয়েছেন, আমরা কোনও বৈষম্যের জন্য এই সিদ্ধান্ত নিইনি। কিন্তু বাস্তব হল, কলেজে পুরোটাই পড়ানো হয় ইংরেজি মাধ্যমে। বহু মেধাবী ছাত্রী এসে তা বুঝতে পারে না। এরফলে তারা মাঝপথে কলেজ ছেড়ে দেয়। তবে এবার সবাই আবেদন জানাতে পারবে।

আরও পড়ুন- হেলিকপ্টার ক্র্যাশের মুখ থেকে ফিরে আসার কথা শোনালেন নেত্রী

Latest article