আজ ওগবেচেই কাঁটা মোহনবাগানের, জয়ের খোঁজে জামশেদপুর গেল ইস্টবেঙ্গল

এখন হায়দরাবাদ ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে আমাদের।’’ বুমোস বলেন, ‘‘কাউকোর অভাব পূরণ করতে হলে টিম গেমে জোর দিতে হবে

Must read

প্রতিবেদন : এফসি গোয়ার বিরুদ্ধে লজ্জার হার ভুলে শনিবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে মোহনবাগান। যুবভারতীতে প্রতিপক্ষ আইএসএলের পয়েন্ট টেবলের শীর্ষে থাকা হায়দরাবাদ এফসি। জনি কাউকোর মতো তারকা মিডফিল্ডারকে চোটের কারণে পাওয়া যাবে না। চোট রয়েছে আর এক বিদেশি ফ্লোরেন্তিন পোগবারও। ফলে কোচ জুয়ান ফেরান্দোর হাতে বাকি চার বিদেশিই রয়েছে। হুগো বুমোস, কার্ল ম্যাকহিউ, ব্রেন্ডন হ্যামিল এবং দিমিত্রি পেত্রাতোসই খেলবেন সবুজ-মেরুনের প্রথম একাদশে।

আরও পড়ুন-নারী-নিগ্রহ রোধে গড়ে উঠুক সচেতনতা

হায়দরাবাদ দলে বার্থোলোমিউ ওগবেচের মতো স্ট্রাইকার এবং জোয়াও ভিক্টরের মতো মাঝমাঠের ফুটবলার রয়েছেন। বিশেষ করে অভিজ্ঞ নাইজেরিয়ান স্ট্রাইকার ওগবেচে যে কোনও মুহূর্তে গোল করে ম্যাচের রং বদলে দিতে পারেন। তাই সতর্ক থাকতে হবে হ্যামিল-প্রীতম কোটালদের। কোচ জুয়ান বলেছেন, ‘‘গোয়া ম্যাচ অতীত। এখন হায়দরাবাদ ম্যাচ থেকে তিন পয়েন্ট পেতে হবে আমাদের।’’ বুমোস বলেন, ‘‘কাউকোর অভাব পূরণ করতে হলে টিম গেমে জোর দিতে হবে। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’’ অস্ট্রেলীয় স্ট্রাইকার দিমিত্রি বলেছেন, ‘‘হায়দরাবাদের প্রায় সব খেলাই দেখেছি। আমার এক অস্ট্রেলীয় বন্ধু ফুটবলার ওদের দলে আছে। ওর কাছে শুনেছি, প্রায় পুরো দলটা তিন বছর একসঙ্গে খেলছে। সেই সুবিধাটা ওরা পাচ্ছে। আমাদেরও অনেক ফুটবলার একসঙ্গে খেলছে। তাই জয়ের ব্যাপারে আশাবাদী।’’ এদিকে, জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে শুক্রবার শহর ছাড়ল ইস্টবেঙ্গল।

Latest article