এএফসি’র কথা ভেবে কলকাতা লিগে নেই সবুজ মেরুন

Must read

প্রতিবেদনঃ কলকাতা লিগে খেলবে না এটিকে মোহনবাগান। এএফসি কাপ খেলতে যাওয়ার আগেই ক্লাব কর্তারা ইঙ্গিত দিয়েছিলেন, দল টুর্নামেন্টের নকআউটে উঠলে কলকাতা লিগ ও ডুরান্ডে খেলা সম্ভব নয়। ডুরান্ড কমিটিকে আগেই জানিয়ে দিয়েছিল ক্লাব।

আরও পড়ুন : আশনি সংকেত, কাশ্মীরকে নিয়ে তালিবানি সাহায্যের ইঙ্গিত পাকিস্তানের 

মঙ্গলবার দল এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার পর আইএফএ-কেও মৌখিকভাবে সবুজ মেরুন কর্তারা জানিয়ে দিলেন, কলকাতা প্রিমিয়ার লিগে খেলা সম্ভব নয়। এটিকে মোহনবাগানের এক কর্তা বললেন, ‘‘বাংলার পাশাপাশি ভারতের সম্মানও জড়িয়ে ক্লাবের সঙ্গে। এএফসি কাপে দল ভাল ফল করলে গর্বিত হব সবাই। আইএফএ নিশ্চয় বুঝবে পরিস্থিতিটা। আমাদের একদিকে নকআউট পর্বের ম্যাচের জন্য তৈরি হতে হবে, আবার জাতীয় শিবিরে সাত জন ফুটবলার ছেড়ে দিতে হচ্ছে। ফলে আমাদের হাতে তো পর্যাপ্ত প্লেয়ারই নেই কলকাতা লিগে খেলার জন্য। নিয়মিত প্লেয়ারদের নিয়ে লিগ খেলতে হলে চোট আঘাতের ঝুঁকি থাকবে। আইএফএ নিশ্চয় বুঝবে’’।

আরও পড়ুন : দু’সপ্তাহের ছুটি , এএফসি নকআউটে নতুন দল বাগানের

তবে ক্লাব কর্তারা মুখে কিছু না বললেও ঘটনা হল, জৈব সুরক্ষা বলয় ছাড়া এটিকে মোহনবাগানের কোচ হাবাস ও কোনও বিদেশি ফুটবলারই লিগের ম্যাচ খেলতে চাননি। তাছাড়া আইএফএ-র নিয়মেই আছে, দলের ছ’জনের বেশি ফুটবলার জাতীয় শিবিরে যোগ দিলে সেই ক্লাব স্থানীয় লিগে নাও খেলতে পারে। এই ব্যাপারে আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, ‘‘আমরা মোহনবাগান, ইস্টবেঙ্গল নিয়ে চিন্তিত নই। আমরা অনেক বেশি চিন্তিত বাকি দলগুলোকে নিয়ে। এটিকে মোহনবাগান না খেললে প্রতিপক্ষ দল ওয়াকওভার পাবে। লিগের সূচি বদলাবে না’’।

Latest article