কোচের বিরুদ্ধেই ম্যাচ ফিক্সিংয়ের বিস্ফোরক অভিযোগ মনিকার

Must read

প্রতিবেদন : টোকিও অলিম্পিকে দু’জনের সংঘাত প্রকাশ্যে এসেছিল। এবার আরও বড় অভিযোগে তোলপাড় ভারতীয় টেবল টেনিস মহল। জাতীয় দলের কোচ বাংলার সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার বিস্ফোরক অভিযোগ আনলেন সদ্য অলিম্পিকে প্রতিনিধিত্ব করা দেশের টিটি তারকা মনিকা বাত্রা। তাঁর অভিযোগ, গত মার্চে দোহায় অনুষ্ঠিত এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সৌম্যদীপ। এই ব্যাপারে বাংলার প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়নের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন : খুঁজে পাওয়া যায়না অধীরকে, ক্ষোভ মানুষের

টোকিও অলিম্পিকে গিয়ে সৌম্যদীপের সাহায্য নিতে চাননি মনিকা। তা নিয়ে সর্বভারতীয় টেবল টেনিস ফেডারেশন তাঁকে শো-কজ করেছিল। তার জবাব দিতে গিয়েই চিঠিতে বিস্ফোরক অভিযোগ এনেছেন মনিকা। লিখেছেন, ঠিক এই কারণেই তিনি অলিম্পিকে কোচ সৌম্যদীপের সাহায্য নিতে চাননি। চিঠিতে তিনি এও উল্লেখ করেছেন, কোচ যে তাঁকে ম্যাচ ফিক্সিং করতে বলেছিলেন তার প্রমাণ রয়েছে।

Latest article