আমেরিকায় শিশুদের মধ্যে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সে দেশের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এবং অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, এই ভাইরাসে দুটি শিশু আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একটি শিশু ক্যালিফোর্নিয়ার। দুটি শিশুকেই কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশু দুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন-মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ্য
ওই দুই শিশুর সংস্পর্শে যারা এসেছে তাদের খোঁজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, কোনও মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিল দুই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে এখনও পর্যন্ত ১৫ হাজারের কিছু বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সংখ্যাগরিষ্ঠই ইউরোপ এবং আমেরিকার। মাঙ্কিপক্স যাতে করোনার মতো মারাত্মক আকার ধারণ করতে না পারে, তার জন্য হু সব দেশকে সতর্ক করেছে।