প্রতিবেদন : লোকজনকে দেখলে কখনও খামচাতে আসছে। আবার কখনও বাড়ির ছাদে থাকা জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে। বেশ কয়েকদিন হল একটি বাঁদরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন রায়গঞ্জের রূপাহার এলাকার বাসিন্দারা। যদিও বাঁদরের হামলায় জখম হওয়ার কোনও খবর মেলেনি। রূপাহার এলাকায় বাঁদরের উপদ্রব এতদিন কার্যত ছিল না বললেই চলে।
আরও পড়ুন-দুর্গম পাহাড়ে ভ্রাম্যমাণ দুয়ারে সরকার
মাঝেমধ্যে দল বেঁধে কয়েকটি বাঁদর বিভিন্ন পাড়ায় ঘুরে বেড়াত, ঘরের ছাদে উঠে বসে থাকত। জিনিসপত্র নষ্ট বা দাঁত খিঁচিয়ে আসার মতো কোনও ঘটনা অতীতে ঘটেনি বলেই জানিয়েছেন বাসিন্দারা। বন দপ্তরের রেঞ্জ অফিসার প্রদীপ কর রায়চৌধুরি বলেন, রূপাহারে একটি বাঁদর উপদ্রব শুরু করেছে বলে খবর পেয়েছি। বাঁদরটিকে ধরার ব্যবস্থা করা হবে।